সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ভ্যাকসিন উৎপাদনকারী সেরামে আগুন, নিহত ৫ ম যাযাদি ডেস্ক ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ৩টা নাগাদ এ অগ্নিকান্ডের ঘটনায় নিহত হয়েছে ৫ জন। সেরাম ইনস্টিটিউটের এক নম্বর টার্মিনালের গেট সংলগ্ন ভবনে আগুন লাগে। এরপর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ফায়ার সার্ভিস দ্রম্নত ঘটনাস্থলে পৌঁছে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানা। সেখানেই আগুন লাগে। এরপর এক নম্বর টার্মিনালের সংলগ্ন এসইজেড ২৩ ভবনে চতুর্থ ও পঞ্চম তলায় আগুন দ্রম্নত ছড়িয়ে পড়ে। অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা 'কোভিশিল্ড' তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে। আর টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সংবাদসূত্র : এবিপি নিউজ বাইডেনের প্রতি গুতেরেস জলবায়ুর নতুন উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের প্রস্তাব দিন ম যাযাদি ডেস্ক জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্যারিস জলবায়ু চুক্তিতে ফের যোগ দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে বুধবার স্বাগত জানিয়েছেন। তবে তিনি বৈশ্বিক উষ্ণতা হ্রাসের লড়াইয়ের ব্যাপারে একটি 'উচ্চাকাঙ্ক্ষী' পরিকল্পনা গ্রহণে তার প্রতি আহ্বান জানান। গুতেরেস এক বিবৃতিতে বলেন, 'প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে ফের যোগ দেওয়ার এবং জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের সরকার, নগর, রাজ্য, ব্যবসায়ী গোষ্ঠীর ক্রমবর্ধমান জোট ও জনগণের নেওয়া উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপে অংশ নিতে প্রেসিডেন্ট বাইডেনের পদক্ষেপকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।' তিনি বলেন, '২০৩০ সালের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য এবং চলতি বছরের শেষের দিকে গস্নাসগোতে 'কোপ২৬'র অগ্রগতির ব্যাপারে জলবায়ু অর্থনীতি নিয়ে জাতীয়ভাবে নির্ধারিত নতুন কার্যক্রম এগিয়ে নেওয়াসহ একটি ভারসাম্যপূর্ণ জলবায়ুর ব্যাপারে বৈশ্বিক প্রচেষ্টা জোরদার করতে আমরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অপেক্ষায় রয়েছি।' সংবাদসূত্র : এএফপি যুক্তরাষ্ট্রে করোনায় মৃতু্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যাকে ছাড়িয়ে গেল ম যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির নিহত সেনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল চার লাখ পাঁচ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির চার লাখ পাঁচ হাজার ৩৯৯ জন সেনা নিহত হয়। তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডেমিটারস'র হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার মৃতের সংখ্য বেড়ে হয়েছে প্রায় চার লাখ ১৬ হাজার। ২০ জানুয়ারি শপথ নেওয়া নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে সতর্ক করে দিয়ে বলেছেন, মহামারির সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখনো আসেনি। বুধবার শপথের পর বাইডেন বলেছেন, 'এই কালো শীতের জন্য আমাদের সব শক্তি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা সম্ভবত ভাইরাসের সবচেয়ে কঠিন ও প্রাণঘাতী সময়ে প্রবেশ করতে যাচ্ছি।' বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২১ লাখের কাছে। এর প্রায় এক পঞ্চমাংশই যুক্তরাষ্ট্রে। সম্প্রতি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন (স্ট্র্রেইন) ছড়িয়েছে ৬০টি দেশে। দ্রম্নত সংক্রমণ ঘটানো ভাইরাসের নতুন রূপটি এই মুহূর্তে অনেক দেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদসূত্র : রয়টার্স \হ বাগদাদে আত্মঘাতী হামলা, নিহত ২৮ ম যাযাদি ডেস্ক ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত বাজারে বৃহস্পতিবার জোড়া আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৮ জন। আহত হয়েছেন আরও ৩০ জন। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার না করলেও এর পেছনে আইএস জঙ্গিরা রয়েছে বলেই স্থানীয় প্রশাসনের ধারণা। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাগদাদের মধ্যবর্তী তায়রন স্কোয়ার এলাকায় অবস্থিত বাজারে ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করে প্রথম হামলাকারী, যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এরপরই সে প্রচুর মানুষের মাঝে দাঁড়িয়ে নিজের শরীরে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল, তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটায় আরেক হামলাকারী। ২০১৭ সালে আইএস জঙ্গিদের পরাস্ত করে বাগদাদ থেকে তাড়িয়ে দিয়েছিল যৌথবাহিনীর নিরাপত্তারক্ষীরা। তারপর থেকে এত বড় হামলার ঘটনা আর ঘটেনি। সংবাদসূত্র : এএফপি