এবার রুশ-মার্কিন সম্পর্ক জোরদারে নজর বাইডেনের

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
বাইডেন ও পুতিন -ফাইল ছবি
ক্ষমতা নিয়েই এবার পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেছে সরকার। একইসঙ্গে, অবকাঠামোগত উন্নয়নের ঘোষণাও দিয়েছে বাইডেন প্রশাসন। সংবাদসূত্র : রয়টার্স বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির জাতীয় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে হোয়াইট হাউসে প্রথমদিনের পূর্ণাঙ্গ কর্মদিবস শুরু করেন সদ্য ক্ষমতা নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের অন্য সদস্যরাও। নির্বাচনী প্রতিশ্রম্নতি অনুযায়ী এরই মধ্যে মুসলমান দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১৫টি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ট্রাম্পের নেওয়া সব বিতর্কিত নীতিই বাতিল করতে শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার বৈরী সম্পর্কের দেশগুলোর সঙ্গেও সম্পর্কোন্নয়নে মনোনিবেশ করেছে বাইডেন প্রশাসন। এরই অংশ হিসেবে, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে বিদ্যমান নিউ স্টার্ট (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি) চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে রাশিয়াকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভের সই করা ওই চুক্তি অনুযায়ী, পরমাণু অস্ত্রের ব্যবহার সীমিত রাখতে, বিশেষ করে টরপেডোর সংখ্যা এক হাজার ৫৫০টির মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত হয় দুই দেশ। কিন্তু ট্রাম্প প্রশাসন বেশ কয়েকবারই এই চুক্তির মেয়াদ বাড়াতে অনাগ্রহ প্রকাশ করেছে। তেমনটা ঘটলে অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে আসছিলেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, 'যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক আরও জোরদার করতেই স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাশিয়ার নেওয়া বিভিন্ন বিতর্কিত পদক্ষেপের বিষয়েও দেশটিকে দায়বদ্ধ করতে প্রেসিডেন্ট জো বাইডেন বদ্ধপরিকর।' বাইডেন মার্কিন গোয়েন্দাদের সোলার উইন্ডস সাইবার হ্যাকিং, ২০২০ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে হত্যাচেষ্টা এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের হত্যায় পুরস্কার দেওয়ার অভিযোগগুলো খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন বলে সাকি জানিয়েছেন।