সোমালিয়ায় মাকির্ন বিমান হামলায় ১৮ জঙ্গি নিহত

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে মাকির্ন বিমান হামলায় আল-শাবাবের আনুমানিক ১৮ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড। দেশটির লোয়ার জুবা প্রদেশে শুক্রবার মাকির্ন ও সোমালি সরকারি সেনাদের সঙ্গে আল-শাবাব জঙ্গিদের সংঘষের্র সময় মাকির্ন বাহিনীর ডাকে বিমান হামলাটি চালানো হয় বলে শনিবার জানিয়েছে তারা। ওই সংঘষের্ মাকির্ন ও সোমালি বাহিনীর গুলিতে আল-শাবাবের আরও দুই সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড। কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও অংশীদার বাহিনীগুলো আক্রমণের মুখে পড়ার পর জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলাটি চালানো হয়। আমাদের বতর্মান মূল্যায়ন হচ্ছে এ ঘটনায় কোনো বেসামরিক নিহত বা আহত হয়নি।’ লোয়ার জুবার বন্দর শহর কিসমায়ো থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই সংঘষের্র ঘটনাটি ঘটেছে। সোমালিয়ায় অবস্থানরত মাকির্ন বাহিনীগুলো জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে দেশটির জাতিসংঘ সমথির্ত সরকারকে সমথর্ন দিচ্ছে। এক সময় সোমালিয়ার অধিকাংশ এলাকা দখল করে নেয়া আল-শাবাব ২০১১ সালে রাজধানী মোগাদিশু থেকে সরে যাওয়ার পর থেকে দখলকৃত অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্