যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঝুঁকি খোঁজা হচ্ছে

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঝুঁকিতে আছে কি না, তা নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন উপস্থাপনের জন্য নিজের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পার্লামেন্ট ভবন 'ক্যাপিটল হিলে' সম্প্রতি ট্রাম্প সমর্থকদের হামলার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদসূত্র : রয়টার্স গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে নজিরবিহীন তান্ডব চালায় ট্রাম্পের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন নভেম্বরের নির্বাচনে বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের শত শত সমর্থক তখন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ঢুকে পড়ে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। গত শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে 'ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স'-এর কার্যালয় এ মূল্যায়নের কাজ করবে। তিনি বলেন, 'আমরা বাস্তব অবস্থার ওপর ভিত্তি করে বিশ্লেষণ চাই, যেন এর মধ্য দিয়ে আমরা আমাদের নীতিমালা নির্ধারণ করতে পারি।' সাকি জানান, অভ্যন্তরীণ সহিংস উগ্রপন্থা ঠেকাতে জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে সক্ষমতা তৈরি করবে হোয়াইট হাউস।