পশ্চিমাদের বিরুদ্ধে উসকানির অভিযোগ রাশিয়ার

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়া দেশটির বিরোধী নেতা কারাবন্দি অ্যালেক্সি নাভালনির সমর্থকদের বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে। এদিকে, বিরোধীদলীয় নেতা-কর্মীদের দমনপীড়ন ও ধরপাকড়ের জন্য রুশ সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংবাদসূত্র : বিবিসি প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের কড়া সমালোচক ৪৪ বছর বয়সী নেতা নাভলনিকে গত বছর আগস্টে রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভালনি। জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে উঠেন এবং গত ১৭ জানুয়ারি দেশে ফেরেন। এরপর বিমানবন্দরেই গ্রেপ্তার হন নাভালনি। গত শনিবার নাভালনির মুক্তির দাবিতে রাশিয়ার অন্তত ৬০টি নগরীতে তার হাজার হাজার সমর্থক বিক্ষোভ সমাবেশ করেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ওই দিন নাভালনির স্ত্রীসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। রাশিয়ায় বিরোধীদলের নেতাকর্মীদের ওপর সরকারের এই দমন-পীড়ন এবং নাভালনিসহ তার প্রায় সাড়ে তিন হাজার সমর্থককে আটকের ঘটনায় দেশটির ওপর ক্ষুব্ধ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ কারণে তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় করছে।