শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

যাযাদি ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬৭ বছর বয়সি লোপেজ টুইটারে জানান, তার লক্ষণগুলো মৃদু এবং রোগ নির্ণয়ের ব্যাপারে তিনি 'আশাবাদী' ছিলেন।

দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার মধ্যেই প্রেসিডেন্টের আক্রান্তের খবর এলো। দেশটিতে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ করোনায় মারা গেছে। মেক্সিকোর জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা হোসে লুওস আলোমিয়া জেগারা জানান, প্রেসিডেন্ট লোপেজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞদের একটি দল তার দেখাশোনা করছেন। এদিকে, প্রেসিডেন্ট লোপেজ বলেন, তিনি বাসা থেকেই কাজ করা চালিয়ে যাবেন। এছাড়া রাশিয়ার ভ্যাকসিন পেতে তিনি প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক ও স্পুটনিক ভি ভ্যাকসিনের সরবরাহ সম্পর্কে সোমবার এই আলাপ হওয়ার কথা। গত বছর মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি রুশ ভ্যাকসিনের এক কোটি ২০ লাখ ডোজ পাওয়ার চেষ্টা করবেন। মেক্সিকোতে স্পুটনিক ভি এখনো অনুমোদন পায়নি। দেশটিতে ফাইজারের ভ্যাকসিনের পরবর্তী সরবরাহ যেতেও দেরি হবে। কিন্তু কর্মকর্তারা দেশটির প্রায় ১৩ লাখ জনগণের মধ্যে ভ্যাকসিন কার্যক্রম আরও বৃদ্ধি করতে চান। সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে