চীনা পণ্যে নতুন মাকির্ন শুল্ক কাযর্কর

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনা পণ্যের ওপর সম্প্রতি আরোপিত মাকির্ন শুল্ক সোমবার থেকে কাযর্কর হয়েছে। বিশ্বের দুই অথৈর্নতিক শক্তির মধ্যে চলমান বাণিজ্য-যুদ্ধে সবচেয়ে বড় মাপের শুল্ক আরোপের ঘটনা এটি। স্থানীয় সময় ১২:০১ মিনিট থেকে ১৫ হাজার ২০০ কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর আরোপিত শুল্ক কাযর্কর হয়েছে। মোট ২০ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হলেও আপাতত পুরোটা কাযর্কর করা হয়নি। জুলাই থেকে এখন পযর্ন্ত ২৫ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মাকির্ন শুল্কের জবাবে চীনও ছয় হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য-যুদ্ধ শুরু করেছে। সংবাদসূত্র : বিবিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ‘চীনে মাকির্ন প্রযুক্তি ও মেধা-সম্পদের অন্যায্য হস্তান্তর বন্ধ করতে এবং নিজ দেশে কমর্সংস্থান সংরক্ষণ করার উদ্দেশে এই ধরনের শুল্ক আরোপ করছেন। অথৈর্নতিক মূলনীতি অনুযায়ী, শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য আমদানিকৃত চীনা পণ্যের চেয়ে মাকির্ন পণ্যই বেশি সস্তা হবে। কাজেই তারা আমদানিকৃত পণ্য না কিনে যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যই কিনতে চাইবে। এর ফলে যুক্তরাষ্ট্রের ঘরোয়া অথর্নীতি সমৃদ্ধ হবে ও দেশের অভ্যন্তরে ব্যবসা প্রসার লাভ করবে। কিন্তু এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মাকির্ন বাণিজ্য প্রতিনিধির অফিসে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের অনেক ব্যবসা প্রতিষ্ঠানই। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ঘরোয়া অথর্নীতিকে শক্তিশালী করতে সংরক্ষণবাদী বাণিজ্যনীতি অনুসরণ করেছেন ট্রাম্প; যা যুগযুগ ধরে চলতে থাকা বৈশ্বিক মুক্ত বাণিজ্য ব্যবস্থার পরিপন্থি।