সুইডেনের প্রধানমন্ত্রীকে অপসারণ পালাের্মন্টের

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সুইডেনের পালাের্মন্টে আস্থা ভোটে হেরে দায়িত্ব ছাড়তে হচ্ছে দেশটির প্রধানমন্ত্রীর স্টেফান লোফভেনকে। তবে পালাের্মন্টে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর দেশটিতে নিবার্চনের পর ঝুলন্ত পালাের্মন্ট তৈরি হয়। সেই নিবার্চনে লোফভেনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থী দল ১৪৪টি আসন পায়। আর মধ্য ডানপন্থী দল একটি আসন কম পায়। এ ছাড়া অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্রেটরা পায় ৬২টি আসন। তারা সবাই লোফভেনের অপসারণের পক্ষে অবস্থান নেন। বিশ্লেষকদের ধারণা, বৃহত্তম জোট মডারেট পাটির্র নেতা উলফ ক্রিস্টারসনকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন স্পিকার। তবে এ জন্য তাদের সুইডেন ডেমোক্রেটদের সমথর্ন দরকার। কিন্তু ২০১০ সালে পালাের্মন্টে যাওয়ার পর কেউই তাদের সমথর্ন জানায়নি। স্পিকারের কাছে সরকার গঠনের জন্য এখন চারটি উপায় আছে। আর যদি পরিস্থিতি এমনই থাকে, তবে আগামী তিন মাসের মধ্যে আবার নিবার্চন আয়োজন করতে হবে সুইডেনকে। নতুন সরকার গঠনের আগ পযর্ন্ত অন্তবর্তীর্কালীন সরকারের নেতৃত্ব দেবেন লোফভেন। সংবাদসূত্র : বিবিসি