জাতিসংঘ অধিবেশনে প্রথম কোনো শিশু

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মেয়েকে নিয়ে জাতিসংঘে জেসিন্ডা অরডানর্
জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতো অংশ ‘নিয়েছে’ কোনো শিশু। তবে কোনো দেশের প্রতিনিধিত্ব করছে না। এসেছে প্রধানমন্ত্রী মায়ের কোলে চড়ে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডানর্ সোমবার প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন। ভাষণের আগে তিনি তিন মাস বয়সী কন্যা-শিশুকে নিয়ে অধিবেশনে যোগ দেন। জাতিসংঘের ইতিহাসে কোনো নারীর শিশু নিয়ে অধিবেশনে যোগ দেয়ার এটিই প্রথম ঘটনা। এর ফলে এটি কোনো শিশুর জন্য জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার প্রথম রেকডর্। যোগ দেয়ার জন্য অবশ্য শিশুটির ‘ইউএন আইডি’ বা ‘জাতিসংঘ পরিচয়পত্র’ করতে হয়েছে। ভাষণ দেয়ার আগে কন্যা নেভে তে আরোহার সঙ্গে খেলা করতে দেখা যায় আরডানের্ক। এ সময় তার সঙ্গে ছিলেন তার সন্তানের জন্মদাতা ক্লাকর্ গেফোডর্। তিনি ভাষণ দেয়ার সময় গেফোডের্ক শিশুটিকে সামলাতে দেখা যায়। ইতিহাসে অরডানর্ দ্বিতীয় নারী নেত্রী যিনি রাষ্ট্রের শীষর্পদে থাকাকালীন সন্তান জন্ম দিয়েছেন। গত ২১ জুন মেয়ে নেভে তে আরোহাকে জন্ম দেন তিনি। এর আগে পাকিস্তানের বেনজির ভুট্টো ক্ষমতায় থাকাকালীন সন্তানের জন্ম দিয়েছিলেন। সোমবার জাতিসংঘে নেলসন ম্যান্ডেলা শান্তি সম্মেলনেও ভাষণ দেন অরডানর্। সংবাদসূত্র : বিবিসি