রাফায়েল ইস্যুতে রাহুল এই তো সবে শুরু আরও মজা টের পাবে বিজেপি সরকার

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
‘গলি গলি ম্যায় শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়’। ১৯৮০-এর দশকে বোফসর্ কেলেঙ্কারি ফঁাস হওয়ার পর বিরোধীদের এই ¯েøাগান ছেয়ে গিয়েছিল পুরো ভারত। তার তিন দশক পর রাফায়েল যুদ্ধবিমান ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কমান্ডার-ইন-থিফ’ (চোরদের সেনাপতি) বলে তার বিরুদ্ধে আগেই তোপ দেগেছেন রাজীব-পুত্র রাহুল গান্ধী। এবার তিনি কংগ্রেস কমীের্দর নিদের্শ দিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদি দেশের চৌকিদার নন, দেশের চোর’ এই ¯েøাগান দিকে দিকে ছড়িয়ে দিতে। আত্মবিশ্বাসের সঙ্গে কংগ্রেস সভাপতি জানিয়েছেন, এই রাফায়েলই মোদি সরকারকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেবে। সংবাদসূত্র : কে-২৪ নিউজ, টাইমস অব ইনডিয়া রাফায়েল ইস্যুতে বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী মোদির ওপর চাপ বাড়িয়েই চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল। এই চাপ আগামী দিনে আরও বাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার কংগ্রেস সভাপতি বলেন, ‘সবে তো শুরু, আগামী দুই-তিন মাসে আরও মজা টের পাবে বিজেপি সরকার।’ গত সোমবার দু’দিনের সফরে নিজের নিবার্চনী কেন্দ্র আমেথিতে গেছেন রাহুল গান্ধী। এদিন দলের কমীের্দর উদ্দেশে বক্তব্য রাখার সময় আবারও টেনে আনেন রাফায়েল ইস্যু। মোদি সরকারকে তার হুশিয়ারি, আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের সব অপকমের্র কীতির্ কংগ্রেস ফঁাস করেই ছাড়বে। রাহুল বলেন, ‘দুনীির্তর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রæতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। সেই ব্যক্তি ৩০ হাজার কোটি রুপি অনিল আম্বানিকে দিয়ে দিয়েছেন। এটা তো সবে শুরু। আরও মজা টের পাবে সরকার।’ তার সংযোজন, ‘মোদি সরকার এই চার বছরে অনেক অপকমর্ করেছে। রাফায়েল, বিজয় মাল্য, ললিত মোদি, নোট বাতিল, গব্বর সিং ট্যাক্স সবকিছুতেই চুরি, দুনীির্ত হয়েছে। এক এক করে আমরা প্রমাণ করে দেব, নরেন্দ্র মোদি চৌকিদার নন, তিনি চোর।’ রাহুলের এই মন্তব্যে পরিষ্কার, শুধু রাফায়েল নয়, আগামী দিনে নীরব মোদি, বিজয় মাল্য, ললিত মোদি এবং মোদি সরকারের আমলের নানা আথির্ক সংস্কারের বিরুদ্ধে সুর চড়াবে কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল দলীয় কমীের্দর নিদের্শ দিয়েছেন এই ইস্যুগুলো মানুষের কাছে তুলে ধরার। সব অভিযোগের প্রমাণ তিনি আগামী তিন মাস পর দেবেন।