ট্রাম্পের মন্তব্যের জেরে পদত্যাগ রাষ্ট্রদূতের

প্রকাশ | ০১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জেমস ডি মেলভিল
ইউরোপীয় মিত্রদের সঙ্গে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জের ধরে এস্তোনিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রদূত জেমস ডি মেলভিল শনিবার ফেসবুকে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন। ব্যক্তিগত ফেসবুক পেজে জেমস ডি মেলভিল লিখেছেন, প্রেসিডেন্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর সুবিধা নিতে, আমাদের পিগি ব্যাংকগুলোর ওপর হামলা চালাতে ইইউ গঠন করা হয়েছে, কিংবা নাফটার মতোই ন্যাটো খারাপÑ এসব মন্তব্য কেবল প্রকৃতগতভাবে ভুলই নয়, বরং প্রমাণ করছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে।’ উল্লেখ্য, ইউরোপের কয়েকটি দেশ থেকে আমদানি করা ইস্পাতের ওপর অতিরিক্তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছে ইইউ মিত্ররা। প্রসঙ্গত, ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মেলভিলকে এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। এর আগে তিনি বেশ কয়েকটি ইউরোপীয় দেশে সিনিয়র ক‚টনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকজন মাকির্ন ক‚টনীতিকই পদত্যাগ করেছেন। পানামায় মাকির্ন রাষ্ট্রদূত জন ফ্রিলি জানুয়ারিতে তার পদত্যাগের কারণ সম্পকের্ জানিয়েছিলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে পারবেন না। এর এক মাস আগে নাইরোবিতে দায়িত্বরত দূত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে লেখা চিঠিতে অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকারকে অগ্রাধিকার দেয়া বাদ দিয়েছে। তাই তিনি পদত্যাগে বাধ্য হচ্ছেন। সংবাদসূত্র : বিবিসি