বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টিকা মজুদের সমালোচনায় ডবিস্নউটিওর নতুন প্রধান

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
এনগোজি ওকনজো ইউয়েলা

বিশ্বজুড়ে করোনা মহামারির পরিপ্রেক্ষিতে উন্নত দেশগুলোর টিকা মজুদ করার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তার সমালোচনা করে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবিস্নউটিও) নবনির্বাচিত প্রধান এনগোজি ওকনজো ইউয়েলা বলেছেন, এতে মহামারি আরো দীর্ঘায়িত হবে। সংবাদসূত্র : বিবিসি

সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ধনী দেশগুলো তাদের নাগরিকদের টিকা দিচ্ছে এবং দরিদ্র দেশগুলোকে অপেক্ষা করতে হচ্ছে, এই প্রবণতা অবশ্যই পরিহার করতে হবে।' তিনি বলেন, 'এখন পর্যন্ত এই মহামারির যে চিত্র দেখা যাচ্ছে, তাতে এটি স্পষ্ট, বিশ্বের সবগুলো দেশ তাদের উলেস্নখযোগ্যসংখ্যক নাগরিকদের যতদিন টিকার আওতায় না আনতে পারছে, ততদিন এই মহামারি থেকে মুক্তি সম্ভব নয়।'

বিশ্বের সবগুলো দেশের করোনা টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত 'গ্যাভি' টিকা জোটের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞাতা রয়েছে এনগোজি ওকনজো ইউয়েলার। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, এই ক্ষেত্রে; অর্থাৎ বিশ্বের সবগুলো দেশের টিকাপ্রাপ্তির নিশ্চয়তার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

উন্নয়নশীল দেশগুলোকে টিকা উৎপাদনের অনুমোদন দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল'র লঙ্ঘন করছে কিনা এ নিয়ে চলমান বিতর্ক সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ইয়েয়োলা বলেন, 'বিষয়টি অনেকটা এ রকম- উন্নয়নশীল দেশগুলো যখন তাদের বেঁচে থাকার দাবি সামনে নিয়ে আসে, তখন উন্নত দেশগুলো শঙ্কিত হয় যে, এর ফলে তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। এর সমাধান হলো একটি যথার্থ ও কার্যকর সমন্বয়। এটা যদি নিশ্চিত করা যায়, তাহলে উন্নয়নশীল দেশগুলোর সুরক্ষা এবং উন্নত দেশগুলোর বুদ্ধিবৃত্তিক সম্পদ- দুটোই রক্ষা করা সম্ভব।'

৬৬ বছর বয়সি নাইজেরিয়ার নাগরিক ওকনজো ইউয়েলা আগামী ১ মার্চ আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই পদে থাকবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে