বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাইডেনকে চিঠি দিতে গিয়ে দু'জন ধরা

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিতে গিয়ে প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসের সামনে থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে ওয়াশিংটন পুলিশ। পুলিশ বলেছে, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে হোয়াইট হাউসের পাশে ১৫ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের মোড় থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে একজন ৬৬ বছরের নারী। গ্রেপ্তার হওয়া ওই নারী জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি চিঠি নিয়ে এসেছিলেন। ওই চিঠি তিনি প্রেসিডেন্টের হাতেই দিতে চেয়েছিলেন। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন সিক্রেট সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার দুজন হোয়াইট হাউসের সামনে গাড়ি পার্ক করে ভেতরে ঢোকার জন্য তলস্নাশি পয়েন্ট পার হওয়ার চেষ্টা করছিলেন। পরে গাড়ি তলস্নাশি করে সিলভিয়ার হেফাজতে থাকা গুলিভর্তি লাইসেন্স ছাড়া একটি বন্দুক উদ্ধার করা হয়।

এছাড়াও তার পুরুষ সঙ্গীর কাছ থেকেও একটি পিস্তল পাওয়া গেছে। তাদের কাছে প্রেসিডেন্ট বাইডেনকে লেখা একটি চিঠি ছিল। চিঠিতে কী লেখা ছিল, তা জানানো হয়নি। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে