শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ধর্ষণের অভিযোগ

ক্ষমা প্রার্থনা প্রধানমন্ত্রীর
যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক নারী। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি পার্লামেন্টে কাজের পরিবেশ কতটা নিরাপদ, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মরিসন। সংবাদসূত্র : বিবিসি

তিনি বলেন, 'এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। আমি ক্ষমা চাইছি। পার্লামেন্টে কর্মরত সকল নারীর জন্য কাজের পরিবেশ নিরাপদ করে তুলতে বদ্ধপরিকর আমি।'

২০১৯ সালের মার্চে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডসের দপ্তরে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্রিটানি হিগিনস। এদিকে, অভিযুক্ত প্রধানমন্ত্রী স্কট মরিসনের লিবারেল পার্টিরই সদস্য বলে জানান তিনি। তবে তার নাম প্রকাশ করেননি তিনি।

ওই নারী বলেন, '২০১৯ সালের এপ্রিল মাসেই তিনি থানায় অভিযোগ করেন। কিন্তু পেশার ওপর তার প্রভাব পড়তে পারে ভেবে লিখিত অভিযোগ দায়ের করা থেকে পিছিয়ে আসেন।' ওই নারী ধর্ষণের কথা জানিয়েছিলেন, তবে অভিযোগ দায়ের করেননি বলে মেনেও নিয়েছে ক্যানবেরা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে