মধ্যপ্রদেশে রাস্তার বাস খালে, নিহত ৩৯

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। বাসটিতে যাত্রী ছিলেন আনুমানিক ৬০ জন। মঙ্গলবার রাজ্যের সিধি জেলায় সেতু থেকে বাসটি খালে পড়লে দুর্ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় বাসটি খালে পতিত হলে সাত যাত্রীসহ বাসটির চালক কোনোমতে পারে উঠে জীবন বাঁচাতে সক্ষম হন। দুর্ঘটনার পর তদন্ত কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশে রাজ্য সরকার। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সেতুর প্রাচীরে আঘাত হানার পর 'সারদা ক্যানেল' নামের খালটিতে পতিত হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবারের ওই বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম তদারকি করার জন্য তার সরকারের দুজন মন্ত্রী দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সংবাদসূত্র : বিবিসি