চীনকে রুখতে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনের প্রভাব মোকাবিলায় একযোগে কাজ করতে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডকে (এনওআরএডি) আরও আধুনিকীকরণের বিষয়েও একমত হয়েছে দুই দেশ। মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদসূত্র : বিবিসি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি সরকারপ্রধানের সঙ্গে বৈঠকে মিলিত হলেন বাইডেন। তবে করোনাভাইরাসের কারণে দুই নেতার এই বৈঠক ছিল ভার্চু্যয়াল। বাইডেন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস থেকে এবং ট্রুডো অটোয়া থেকে আলোচনায় যুক্ত হন। বৈঠক শেষে বাইডেন বলেন, 'গত শুক্রবার জি৭-এর সদস্য দেশগুলোর বৈঠকের পয়েন্টগুলো সামনে রেখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা হয়েছে।