শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
করোনা থেকে সুরক্ষা

জনসনের এক ডোজের টিকা অনুমোদন পেল যুক্তরাষ্ট্রে

লড়াই শেষ হতে এখনো অনেকটা পথ বাকি : মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের
যাযাদি ডেস্ক
  ০১ মার্চ ২০২১, ০০:০০

করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান 'জনসন অ্যান্ড জনসন'র উদ্ভাবিত এক ডোজের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর ফলে আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের আরও লাখ লাখ নাগরিককে টিকা দেওয়া সম্ভব হবে আশা করছেন দেশটির বিশেষজ্ঞরা। এর আগে দেশটিতে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন অনুমোদিত হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের তিনটি টিকার অনুমোদন দিল। সংবাদসূত্র : রয়টার্স, গার্ডিয়ান, বিবিসি

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন শনিবার প্রাপ্তবয়স্কদের (১৮ বা তার বেশি বয়সী) জন্য জেঅ্যান্ডজের এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে শুক্রবার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি প্যানেল এ টিকার অনুমোদন দেওয়ার জন্য সর্বসম্মত সুপারিশ করে। রবি অথবা সোমবার থেকে জনসনের টিকা বিভিন্ন টিকাদান কেন্দ্রে পাঠানো শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র অনুমোদন দেওয়ার পর জনসনের টিকা এখন বিশ্বের অন্যান্য দেশেও অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে।

এই অনুমোদনের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'এটা যুক্তরাষ্ট্রের সবার জন্য আনন্দের খবর। একটি উৎসাহজনক উন্নয়ন।' এর পাশাপাশি সবাইকে সতর্কও করছেন তিনি। বলেছেন, 'লড়াই শেষ হতে এখনো অনেকটা পথ বাকি।'

এক বিবৃতিতে তিনি বলেন, 'যদিও আমরা আজকের খবর উদযাপন করছি, আমি সব আমেরিকানের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা হাত ধোয়া চালিয়ে যান, সামাজিক দূরত্ব মেনে চলুন আর মাস্ক ব্যবহার করতে থাকুন। অনেকবার যা বলেছি, নতুন ধরন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখনো আবার খারাপ হয়ে পড়তে পারে আর এই উন্নতি উল্টে যেতে পারে।'

জনসন অ্যান্ড জনসনের টিকাটি ফাইজার ও মর্ডানার টিকার তুলনায় দামে সাশ্রয়ী হবে এবং ফ্রিজারের বদলে সাধারণ ফ্রিজেই এটি সংরক্ষণ করা যাবে। ট্রায়ালে দেখা গেছে, টিকাটি গুরুতর অসুস্থতা প্রতিরোধ করতে পারে। তারপরও সামগ্রিকভাবে টিকাটির কার্যকারিতা ৬৬ শতাংশ। বেলজিয়ামের কোম্পানি 'জানসেন' টিকাটি তৈরি করেছে। কোম্পানিটি জুনের মধ্যে যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ টিকা দিতে সম্মত হয়েছে।

নিজেদের টিকার পরীক্ষার ভিত্তিতে জনসন অ্যান্ড জনসনের দাবি, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে এটি করোনার খুব খারাপ ধরনকে মোকাবিলা করতে পারে। গত ২৪ ফেব্রম্নয়ারি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রকাশ করা নথিতে বলা হয়, বিশ্বজুড়ে ৪৪ হাজার মানুষের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে কারও মৃতু্যর ঘটনাও নেই। এছাড়া লক্ষণহীন সংক্রমণও কমিয়ে আনতে সক্ষম এই টিকা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্টের (ধরন) বিরুদ্ধেও টিকাটি ৬৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে