শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৫ মার্চ ২০২১, ০০:০০

রাজনীতি থেকে দূরে

থাকতে চান শশী

ম যাযাদি ডেস্ক

ভারতের তামিলনাড়ুর নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত নিলেন এআইডিএমকে থেকে বহিষ্কৃত নেত্রী ভি কে শশীকলা। তিনি বলেছেন, এরপর আর রাজনীতিতে সক্রিয় থাকছেন না তিনি। জানুয়ারি মাসেই ব্যাঙ্গালুরুর জেল থেকে ছাড়া পেয়েছেন।

প্রয়াত নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলা বুধবার রাতে একটি চিঠিতে লেখেন, 'জয়া বেঁচে থাকার সময় আমি কখনো ক্ষমতা বা পদের পেছনে দৌড়াইনি। তার মৃতু্যর পরও এর পেছনে ছুটব না। আমি রাজনীতি থেকে দূরে থাকছি। তামিলনাড়ুতে এআইডিএমকের গোল্ডেন রুলের ধারাবাহিকতা যাতে বজায় থাকে, তা নিশ্চিত করছি। আমি ভগবান ও আমার বোনের (জয়ললিতা) কাছে দলের জয় নিয়ে প্রার্থনা করবো। দলের সমর্থকদের কাছে আহ্বান, তারা যেন একসঙ্গে লড়াই করে ডিএমকেকে হারিয়ে দেয়। তারা যেন তাদের উত্তরাধিকার বজায় রাখে।' জানুয়ারির মাসের শেষে জেল থেকে ছাড়া পান শশীকলা। ২০১৭ সালে শশীকলার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ৬৬ কোটি রুপির আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে তার। সেই মামলায় গ্রেপ্তার হন জয়ললিতার বান্ধবী। আদালতের রায়ে দোষী সাব্যস্তও হন। তারপর চার বছর কারাদন্ড হয় তার। এমনকি জয়ললিতার মৃতু্যতেও তার হাত ছিল বলে অভিযোগ ওঠে। জেলে থাকাকালীনও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ, জেলে নাকি তাকে ভিভিআইপি সুবিধা দেওয়া হচ্ছে।

জেল থেকে ছাড়া পাওয়ার দিন সাতেক আগে করোনায় আক্রান্ত হন শশীকলা। শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছিল তার। এর ফলে কয়েকদিন তাকে ব্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকতে হয়। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস

বোমাতঙ্কের পর আবারও

স্বাভাবিক তাজমহল

ম যাযাদি ডেস্ক

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র আগ্রার তাজমহলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। তাজমহলের ভেতরে বোমা থাকার কথা জানিয়ে ফোনে হুমকি পাওয়ার পর বৃহস্পতিবার সব ফটক বন্ধ করে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। পরে বোমা না পেয়ে স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে আবারও খুলে দেওয়া হয় জনপ্রিয় এই পর্যটন স্থাপনাটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্যদিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেই তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেছিলেন পর্যটকরা। তারপরই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, তাজমহলে বোমা রাখা আছে। এরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব গেট বন্ধ করে দ্রম্নত খালি করে দেওয়া হয় তাজমহল। কিন্তু পরে দেখা যায়, আতঙ্ক তৈরি করতেই ফোন করেছিলেন এক যুবক। অভিযুক্ত ওই যুবক স্থানীয় ফিরোজাবাদ নামক এলাকার বাসিন্দা। সেনাবাহিনীতে চাকরি না পাওয়ার ক্ষোভ থেকেই নাকি আতঙ্ক ছড়াতে এই ফোন করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন তিনি। সংবাসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে