শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট

ভোটের লড়াইয়ের আগে বাগ্‌যুদ্ধে মোদি-মমতা

মমতাকে কটাক্ষ, রাজ্যকে 'সোনার বাংলা' বানানোর প্রতিশ্রম্নতি মোদির 'পরিবর্তন হবে দিলিস্নতে' পাল্টা হুঙ্কার মমতার
যাযাদি ডেস্ক
  ০৮ মার্চ ২০২১, ০০:০০

বিধানসভা নির্বাচন ঘিরে ভারতের পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতি এখন সরগরম। ভোটের আগে একই দিনে 'হাই ভোল্টেজ' দুই সমাবেশ। কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর শিলিগুড়িতে পেট্রোপণ্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা এবং সমাবেশ। রোববার দুপুরে একই সময়ে রাজ্যটির দুই প্রান্তে দুই হেভিওয়েটের বাগ্‌যুদ্ধ জমে ওঠে। একদিকে ব্রিগেড ময়দানের মহাসমাবেশ থেকে যখন পশ্চিমবঙ্গে 'আসল পরিবর্তন'র প্রতিশ্রম্নতি দেন মোদি, ঠিক একই সময় শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শানান মমতা। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি

রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় সমাবেশ করে তার দল বিজেপির নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এদিন তিনি কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও তার সরকারকেও। বিজেপিকে ক্ষমতায় আনলে পশ্চিমবঙ্গকে 'সোনার বাংলা' হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রম্নতি দিয়েছেন মোদি।

মমতাকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, 'দিদি হিসেবে ১০ বছর আগে মমতাকে ক্ষমতায় বসিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু মমতা শুধু একজন ভাইপোর পিসি (ফুপু) হয়েই রয়ে গেলেন।' তিনি আরও বলেন, 'কিছুদিন আগে স্কুটি সামলাচ্ছিলেন দিদি। সবাই ভয় পাচ্ছিলেন, আপনি পড়ে গিয়ে আঘাত না পান। ভাগ্যিস পড়ে যাননি। নইলে যে রাজ্যে স্কুটি তৈরি হয়েছে, সেই রাজ্যকেই শত্রম্ন বানিয়ে ফেলতেন। তাই ভালো হয়েছে পড়ে যাননি। কিন্তু ভবানীপুর যেতে যেতে নন্দীগ্রামের দিকে ঘুরে কী করে ঘুরে গেল স্কুটি? আমি চাই না আপনি পড়ে গিয়ে আঘাত পান। কিন্তু স্কুটি যখন নন্দীগ্রামেই গিয়ে পড়েছে, তখন আমরা আর কী করব।'

কলকাতার ব্রিগেড ময়দানের মহাসমাবেশে মমতা নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের বিশ্বাসভঙ্গের অভিযোগও তোলেন মোদি। মমতার সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, 'পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গের মানুষ দিদিকে (মমতা) বিশ্বাস করেছিল। কিন্তু তিনি সেই বিশ্বাসের মর্যাদা রাখেননি। দিদি কথা ভঙ্গ করেছেন।'

মোদি বলেন, 'সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে। আমি এখানে এসেছি আপনাদের পশ্চিমবঙ্গের উন্নতি সম্পর্কে নিশ্চয়তা দিতে। এখানে বিনিয়োগ বাড়বে। বাংলার সংস্কৃতি রক্ষা করা হবে এবং এখানে পরিবর্তনের জন্য কাজ করবো আমরা। পশ্চিমবঙ্গের মানুষ এখন পরিবর্তন চায়।' ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, 'আপনাদের আসল পরিবর্তনে বিশ্বাসী করার জন্য আমি এখানে এসেছি। পশ্চিমবঙ্গের উন্নয়নে, বর্তমান অবস্থার পরিবর্তনে, বিনিয়োগ ও শিল্পের বিকাশ এবং রাজ্য পুনর্র্নিমাণে আপনাদের বিশ্বাস স্থাপন করতে এসেছি আমি।' মোদির মতে, 'এই রাজ্যে উন্নয়নের জন্য আগামী ২৫ বছর খুবই গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখন আরও একবার দেশকে নেতৃত্ব দেবে পশ্চিমবঙ্গ।'

পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার অভিযোগ তুলে মোদি বলেন, বিজেপি তা শক্তিশালী করবে। সরকার ব্যবস্থা, পুলিশ ও প্রশাসনের ওপর জনমানুষের আস্থা পুনঃস্থাপন করারও প্রতিশ্রম্নতি দিয়েছেন তিনি। রোববার দুপুরের পর মোদি কলকাতায় পৌঁছান। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর পশ্চিমবঙ্গে এটাই তার প্রথম সফর। অবশ্য এ নিয়ে গত কয়েক মাসে চতুর্থবার পশ্চিমবঙ্গ সফর করেছেন তিনি।

আগামী ২৭ মার্চ থেকে ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। আট দফার ভোটগ্রহণ শেষ হবে ২৯ এপ্রিল। ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।

পরিবর্তন হবে দিলিস্নতে, বাংলায় নয় : হুঙ্কার মমতার

এদিকে, শিলিগুড়ির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না। এখানে তৃণমূল সরকারই থাকবে। পরিবর্তন হবে তো দিলিস্নতে। আপনারা ক্ষমতা থেকে চলে যাবেন।' এরপর তার আরও হুঁশিয়ারি, 'পাঁচ রাজ্যে ভোট হবে। পাঁচ রাজ্যে পাঁচটা ছক্কা খাবেন। কেরালা, তামিলনাড়ু, আসাম, পশ্চিমবঙ্গ সব জায়গায় হারবেন।'

তৃণমূলের বিরুদ্ধে লাগাতার 'চাঁদাবাজির' অভিযোগ এনেছে বিজেপি। এদিন তার বিরুদ্ধে কড়া আক্রমণ শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। পাল্টা বিজেপিকেই 'সবচেয়ে বড় চাঁদাবাজ' বলেন মমতা। এ প্রসঙ্গে বেসরকারিকরণকে সামনে আনেন তিনি। সেইল, রেল, এয়ার ইনডিয়া, কোল ইনডিয়া বেসরকারিকরণের কথা বলে মুখ্যমন্ত্রীর শ্লেষ, 'এসব বিক্রি করে কত টাকা চাঁদা আদায় করেছেন?'

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের প্রতিবাদে মমতা সবচেয়ে বেশি সরব। এ নিয়ে তিনি বারবার প্রতিবাদ জানিয়েছেন। বেসরকারিকরণের উল্টো পথে হেঁটে রাজ্য সরকার অন্ডাল বিমানবন্দরে সরকারি শেয়ারের অঙ্ক বাড়িয়েছেন। এদিনও তাই এই ইসু্যকে তিনি মিলিয়ে দিলেন 'চাঁদাবাজি'র সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে