সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
হংকংয়ে নির্বাচন ব্যবস্থায় সংস্কার জরুরি :চীন ম যাযাদি ডেস্ক হংকংয়ে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে বেইজিংয়ের উদ্যোগের পক্ষে সাফাই গেয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা ওয়াং ই। রোববার তিনি দাবি করেছেন, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিতের জন্য হংকংয়ের নির্বাচন ব্যবস্থায় সংস্কার জরুরি। এর মধ্য দিয়ে শহরটির উজ্জ্বল ভবিষ্যত গড়া সম্ভব হবে। গত শুক্রবার চীনের 'ন্যাশনাল পিপলস কংগ্রেসে' (এনপিসি) ঘোষণা দেওয়া হয়, হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। সেদিন চীনের এনপিসির ভাইস চেয়ারম্যান ওয়াং চেন দাবি করেন, হংকংয়ের ঘটনাপ্রবাহের মাধ্যমে দেখা গেছে, সেখানে বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় ফাঁক-ফোকর রয়ে গেছে। তিনি বলেন, এই ব্যবস্থায় থাকা ঝুঁকি সংস্কারের প্রয়োজন রয়েছে। যাতে করে কেবলমাত্র 'দেশপ্রেমিকরাই' অঞ্চলটির শাসন ক্ষমতায় আসতে পারে। এদিন এক সংবাদ সম্মেলনে নতুন এ সিদ্ধান্ত নিয়ে ওয়াং ই দাবি করেন, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাবটি সাংবিধানিক ও ন্যায়সঙ্গত। উপনিবেশিক শাসনের সময় হংকংয়ে গণতন্ত্র ছিল না উলেস্নখ করে তিনি দাবি করেন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনা হলে তা অঞ্চলটির জন্য ইতিবাচক হবে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে চীনের নতুন এই সিদ্ধান্তের সমালোচনা করে এক হংকংয়ের স্বায়ত্তশাসনে সরাসরি আঘাত বলে উলেস্নখ করেছে। অপরদিকে, হংকং ইসু্যকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উলেস্নখ করে চীন বলেছে, এ ব্যাপারে বহির্বিশ্বের হস্তক্ষেপের অধিকার নেই। সংবাদসূত্র : রয়টার্স লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ ভিয়েনায় ম যাযাদি ডেস্ক ভিয়েনায় লকডাউনের বিরুদ্ধে শনিবার হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। লকডাউনের বিরুদ্ধে এটিই দেশটিতে সর্বশেষ বড় বিক্ষোভ। আইনশৃঙ্খলা ও কোভিড নীতি ভাঙার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে কোনো মাস্ক ছিল না। সামাজিক দূরত্বও তারা মানছিল না। অস্ট্রিয়া গত মাসে লকডাউন শিথিল করে এবং স্কুল, দোকানপাট ও জাদুঘর খুলে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা এখনো যে লকডাউন জারি রয়েছে, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তারা হোটেল রেস্তোরাঁ খোলার দাবি জানাচ্ছে। এছাড়া তারা মধ্য ডানপন্থী চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের পদত্যাগও দাবি করে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ব্যবহার করে। কিন্তু যারা চলে যেতে অস্বীকৃতি জানায়, তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। সংবাদসূত্র : এএফপি দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ম যাযাদি ডেস্ক টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ভারতের গুজরাট রাজ্যের এক ব্যক্তি। তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী। স্থানীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএইচ সোলাঙ্কি জানান, ওই ব্যক্তি গত ১৬ জানুয়ারি করোনা টিকার প্রথম ডোজ এবং ১৫ ফেব্রম্নয়ারি দ্বিতীয় ডোজ নেন। এরপর জ্বরে আক্রান্ত হলে তার নমুনা পরীক্ষা করা হয় এবং ২০ ফেব্রম্নয়ারি জানা যায়, তিনি কোভিড-১৯-এ আক্রান্ত। সোলাঙ্কি আরও বলেন, 'হালকা লক্ষণ থাকায় তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। সোমবার থেকেই তিনি কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছেন।' এই চিকিৎসক জানান, করোনা টিকার দুই ডোজ নেয়ার পর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হতে প্রায় ৪৫ দিন সময় লাগে। তাই দুই ডোজ টিকা নেয়ার পরেও অবশ্যই মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উলেস্নখ্য, এ পর্যন্ত গুজরাটে দুই লাখ ৭২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন প্রায় সাড়ে চার হাজার। সংবাদসূত্র : এনডিটিভি মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতায় তিন মন্ত্রী বরখাস্ত ম যাযাদি ডেস্ক করোনা নিয়ন্ত্রণ করতে না পরায় প্যারাগুয়ের প্রেসিডেন্ট তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন। করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতিবাদে জনগণের সহিংস বিক্ষোভের পর প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ শনিবার এই সিদ্ধান্ত নেন। আবদো বলেন, শিক্ষামন্ত্রী, নারী বিষয়ক মন্ত্রী ও বেসামরিক বিষয়ক মন্ত্রীকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এর আগে শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন। আইনপ্রণেতা ও স্বাস্থ্য সেবা ইউনিয়নের কড়া সমালোচনার মুখে স্বাস্থ্যমন্ত্রী জুলিও মাজোলেনি পদত্যাগ করেন। বিরোধী দল প্রেসিডেন্ট আবদোর পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের ডানপন্থি সরকার ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে। এছাড়া টিকার প্রয়োগও চলছে অত্যন্ত ধীর গতিতে। এখন পর্যন্ত ০.১ শতাংশের কম জনগণকে টিকা দেওয়া হয়েছে। সংবাদসূত্র : বিবিসি