বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কঠিন সংকটের মুখে দেশ :কিমের হুঁশিয়ারি

যাযাদি ডেস্ক
  ১০ এপ্রিল ২০২১, ০০:০০

কঠিন এক সংকটের জন্য প্রস্তুত হতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। মানবাধিকার গ্রম্নপগুলোর পক্ষ থেকে উত্তর কোরিয়ায় খাদ্য সংকট ও অর্থনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে হুঁশিয়ারি দেওয়ার পর এই আহ্বান জানালেন তিনি। বৃহস্পতিবার দলীয় এক সম্মেলনে কিম বর্তমান পরিস্থিতিকে ১৯৯০ দশকের প্রাণঘাতী দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেন। সংবাদসূত্র :বিবিসি

করোনা মহামারির কারণে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এর কারণে দেশটির অর্থনীতির চালিকাশক্তি চীনের সঙ্গে বাণিজ্য স্থবির হয়ে পড়ে। এছাড়াও পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির খারাপ অবস্থা নিয়ে বিরল স্বীকারোক্তি দিয়ে কিম দলীয় কর্মীদের আরেকটি কঠিন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি কর্মীদের 'আর্ডাস মার্চ'র প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন।

দেশটির কর্মকর্তারা এই টার্মটি (পরিভাষা) ব্যবহার করেন ১৯৯০'র দশকের ভয়াবহ দুর্ভিক্ষের কথা মনে করিয়ে দিয়ে থাকেন।

ওই সময় সোভিয়েতের পতনের পর দেশটির ত্রাণের পরিমাণ কমে যায়। তখন প্রায় ৩০ লাখ মানুষের মৃতু্য হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে