শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
মোদির উদ্যোগ নিয়ে প্রশ্ন

টিকার আকালেই ভারতে 'টিকা উৎসব'!

ম ভারতে একদিনে রেকর্ড দেড় লাখ শনাক্ত ম পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা
যাযাদি ডেস্ক
  ১২ এপ্রিল ২০২১, ০০:০০

ভারতজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত চার দিনের 'টিকা উৎসব' রোববার থেকে শুরু হয়েছে। অথচ দেশটির অনেক রাজ্য টিকা ঘাটতির কথা জানাচ্ছে। বন্ধ হয়ে গেছে অনেক রাজ্যে টিকাদান কেন্দ্রও। এমন হাহাকারের মধ্যেও মোদির উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ

ভারতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, দিলিস্ন ও রাজস্থানের সরকার জানিয়েছে, তারা এখন টিকা সরবরাহের ঘাটতিতে ভুগছে। যেসব টিকা মজুত ছিল, তা এরই মধ্যে দেওয়া হয়েছে মানুষকে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, 'তার রাজ্যে এখন টিকার যে মজুত রয়েছে, তা দিয়ে আর মাত্র পাঁচ দিন টিকা দেওয়া যাবে।'

এদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, তার রাজ্যে এখন যে টিকা রয়েছে, তা দিয়ে আর মাত্র দুদিন টিকাদান কর্মসূচি চালানো সম্ভব। দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'তাদের কাছে এখন যত ডোজ টিকার মজুত রয়েছে, তা দিয়ে আগামী সাত থেকে ১০ দিন পর্যন্ত মানুষকে টিকা দেওয়া যাবে।'

এদিকে, দিলিস্নতে ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতা রাঘব চাধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে জরুরি টিকা সরবরাহ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'অনেক রাজ্যে টিকার মজুত ফুরিয়ে গেছে আর বাকি রাজ্যগুলোর কাছে যে টিকার মজুত রয়েছে তা দিয়ে হয়তো তিন থেকে চার দিন মানুষকে টিকা দেওয়া যাবে।'

অবশ্য ভারতে এ পর্যন্ত ১০ কোটি মানুষ করোনার টিকা নিয়েছে। এর মধ্যে ৬০ দশমিক ৬২ শতাংশ ডোজ দেওয়া হয়েছে মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও কেরালা- এই আট রাজ্যে।

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি টিকা উৎসবের ঘোষণা দিয়ে বলেন, 'আমাদের যথাসম্ভব যোগ্য সবাইকে টিকা দেওয়া উচিত এবং টিকার অপচয় শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া উচিত।'

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হওয়া মহারাষ্ট্র রাজ্যের সরকার গত মঙ্গলবার জানিয়েছে, তাদের হাতে থাকা টিকার মজুত শেষ হয়ে যাচ্ছে। জনগোষ্ঠীর বিবেচনায় সপ্তাহে ৪০ লাখ টিকার চাহিদা দিয়েছে রাজ্যটিতে। টিকার ঘাটতি দেখা দেওয়ায় গত সপ্তাহে প্রাদেশিক রাজধানী মুম্বাই ছাড়াও সাতারা, পানভাল এবং অন্যান্য শহরে ৭১টি টিকাদান কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেয় মহারাষ্ট্র সরকার।

ভারতে একদিনে দেড় লাখ শনাক্ত

এদিকে, ভারতে গত কয়েকদিন ধরেই একের পর এক করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে। এবার দেশটিতে একদিনেই দেড় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ এবং আশঙ্কার।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫২ হাজার ৮৭৯। অপরদিকে, একদিনেই মারা গেছে ৮৩৯ জন। পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত এক কোটি ৩৩ লাখ ৫৮ হাজার। এছাড়া মৃতু্য হয়েছে এক লাখ ৬৯ হাজার ৩০৫ জনের।

পশ্চিমবঙ্গেও দ্রম্নত বাড়ছে করোনা

অন্যদিকে, পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ দ্রম্নত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে আক্রান্ত চার হাজার ছাড়িয়ে গেছে। এ সময়ে মারা গেছে ১২ জন। এ নিয়ে রাজ্যটিতে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৩৯০ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে