প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশ | ১২ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
সাংবাদিক ইয়র্গস কারাইভাস
গ্রিসের রাজধানী এথেন্সে একজন প্রবীণ অপরাধ বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইয়র্গস কারাইভাসকে শুক্রবার তার বাড়ির সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি অন্তত ছয়টি গুলি করে। এথেন্সের আলিমোস এলাকায় নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামার পরপরই তাকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কারাইভাজকে কমপক্ষে ছয়বার আঘাত করা হয়েছে। তিনি বেসরকারি গণমাধ্যম 'স্টার' টেলিভিশন ও সংবাদ বস্নগ 'বেস্নাকো ডটজিআর'র হয়ে কাজ করতেন। সরকারি এক মুখপাত্র বলেন, 'তার মৃতু্য আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে।' মিডিয়া ফ্রিডম অরগানাইজেশন বলছে, কারাইভাজকে তার কাজের জন্য হত্যা করা হয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরেই তিনি অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করেছেন। এই ঘৃণ্য এবং কাপুরুষোচিত হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়েছেন ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডেয়ার। ইউরোপিয়ান পার্লামেন্টের স্পিকার ডেভিড সাসোলি এক টুইট বার্তায় বলেন, এই খবর তাকে বিধ্বস্ত করে দিয়েছে। সংবাদসূত্র :বিবিসি