সৌদিতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতির

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
সৌদি আরবের দুটি তেল স্থাপনাসহ বিভিন্ন স্থান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ও অন্তত ১৭টি ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে নিশ্চিত করেনি। সংবাদসূত্র : রয়টার্স সোমবার হুতি পরিচালিত 'আল-মাসিরাহ' টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ১৭টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে অন্তত ১০টি ড্রোন সৌদি আরবের জুবাইলে এবং জেদ্দায় অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি 'আরামকো'র তেল শোধনাগার লক্ষ্য করে ছোড়া হয়েছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। আরামকো বলছে, তারা প্রাথমিক প্রতিক্রিয়া আরও পরের দিকে জানাবে। এদিকে টুইটারে দেওয়া এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত এবং জাজানে সেনাবাহিনীর স্পর্শকাতর স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সৌদির একটি বিমানবন্দর এবং একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায় হুতি।