ভয়ংকর সাবমেরিন বানাচ্ছে পিয়ংইয়ং

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই তিন টনের একটি ভয়ংকর সাবমেরিন উদ্বোধন করতে যাচ্ছে উত্তর কোরিয়া। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জাপানের বার্তা সংস্থা 'কিয়োদো' জানায়, উত্তর কোরিয়ার নতুন সাবমেরিন থেকে 'ব্যালিস্টিক' ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে এবং সাবমেরিনটি একই সময়ে তিনটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ধারণা করছে, যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে পিয়ংইয়ং সঠিক সময়ে সাবমেরিনের বিষয়ে ঘোষণা দেবে। এর আগে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সংবাদসূত্র : এএফপি