ফের শান্তি আলোচনায় সিরিয়ার বিদ্রোহীরা

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যুদ্ধবিরতিতে পেঁৗছানোর লক্ষ্যে রাশিয়ার মধ্যস্থতাকারীদের সঙ্গে ফের আলোচনায় বসেছে সিরীয় বিদ্রোহীরা। জডাের্নর মধ্যস্থতায় সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে দুইপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সরকারি বাহিনীর লাগাতার বোমাবষের্ণ বিদ্রোহীদের অনেকগুলো ঘঁাটির পতনের পর শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একগুচ্ছ গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আসাদবাহিনী। ওইদিনই ফ্রি সিরিয়ান আমির্র (এফএসএ) প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রুশ কমর্কতার্রা বিদ্রোহীদের সম্পূণর্ আত্মসমপর্ণ দাবি করলে বুশরা আল-শাম শহরে চলমান শান্তি আলোচনা ভেস্তে যায়। তবে জডাের্নর মধ্যস্থতা রোববার এফএসএ প্রতিনিধিরা রুশ কমর্কতাের্দর সঙ্গে ফের আলোচনায় বসেন। সংবাদসূত্র : রয়টাসর্