নিষেধাজ্ঞা প্রত্যাহার চান কিম, চীনকে অনুরোধ

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
কিম জং-উন ও শি জিনপিং
পিয়ংইয়ংয়ের ওপর থেকে দ্রæত পশ্চিমা ও জাতিসংঘের অথৈর্নতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ জানিয়েছিলেন উত্তর কোরিয়ার শীষর্ নেতা কিম জং-উন। গত মাসে চীন সফরকালে তিনি এই অনুরোধ করেছিলেন বলে রোববার জাপানি সংবাদমাধ্যম ‘ইয়োমিউরি’ জানিয়েছে। কিম চীনে গিয়ে জিনপিংকে বলেছিলেন, উত্তর কোরিয়া ১২ জুন সফলভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মেলন শেষ করেছে। তাই তিনি চাইছেন, উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে চীন যেন কাজ করে। কিমের এই অনুরোধের জবাবে জিনপিং বলেছিলেন, তিনি এ ব্যাপারে সবোর্চ্চ চেষ্টা করবেন। পরমাণু কমর্সূচি বন্ধ ও নিরস্ত্রীকরণের শতের্ গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার শীষর্ নেতা কিম জং-উনের সঙ্গে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। ওই বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর কোরিয়া শিগগিরই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রও কোরীয় উপদ্বীপে সামরিক মহড়াও বন্ধ করে দেবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় চীন সফর করেন উন। চলতি বছর চীনা প্রেসিডেন্টের সঙ্গে উনের এটি ছিল তৃতীয় বৈঠক। সংবাদসূত্র : রয়টাসর্