রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপের এবং বিদ্বেষপরায়ণ সাইবার কার্যক্রম পরিচালনার অভিযোগে রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি অবরোধ আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানা গেছে। প্রস্তাবিত নিষেধাজ্ঞায় রাশিয়ার ৩০টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণাও আসতে পারে। এ বিষয়ে যোগাযোগ করেও তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার বিরাজমান শীতল সম্পর্ককে আরও নাজুক করে তুলবে। এই পরিস্থিতির মধ্যে ইউক্রেন সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়ে পশ্চিমাদের স্নায়ুর পরীক্ষা নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন।