পাকিস্তান ছাড়ার নিদের্শ ১৮ এনজিওকে

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
১৮টি আন্তজাির্তক বেসরকারি ত্রাণ সংস্থা তথা এনজিওকে কাযর্ক্রম বন্ধ করে দেশ ছেড়ে যাওয়ার নিদের্শ দিয়েছে পাকিস্তান। তবে এনজিওগুলোর কাছে পাঠানো নোটিশে এর কোনো কারণ জানানো হয়নি। বেশ কয়েকটি এনজিও জানিয়েছে, তারা পাকিস্তানের স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে দেশ ছাড়ার নোটিশ পেয়েছে। তবে এই সিদ্ধান্তের কারণ দপ্তর থেকে জানানো হয়নি। বিদেশি এনজিওগুলোর বেশিরভাগই মানবাধিকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে। যেমন অ্যাকশন এইড কাজ করে শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং মানবাধিকার নিয়ে। পাকিস্তান এর আগে একটি সংস্থার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কমর্সূচি চালানোর অভিযোগ করে এনজিওগুলোর কাযর্ক্রম বন্ধের নিদের্শ দিয়েছিল। অ্যাকশন এইড পাকিস্তানের এই পদক্ষেপকে নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলোর ওপর আঘাত আখ্যা দিয়েছে। সংবাদসূত্র : ইনডিয়ান একপ্রেস