আফগান তালেবান হত্যা করেছে ১০ পুলিশকে

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সঙ্গে সংঘষের্ অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে। মধ্যাঞ্চলে দেশটির প্রধান একটি মহাসড়কের দখল নিয়ে লড়াই চলার মধ্যেই ওয়াদার্ক প্রদেশে এসব পুলিশ সদস্য নিহত হয় বলে রোববার জানিয়েছেন কমর্কতার্রা। ঊধ্বর্তন এক পুলিশ কমর্কতার্ জানিয়েছেন, শনিবার রাতে ওয়াদাের্কর সায়িদ আবাদ জেলায় একটি সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয় তালেবান। এরপর ৯ পুলিশ সদস্যসহ জেলা পুলিশপ্রধানকে হত্যা করে। ওয়াদাের্কর গভনর্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ১০ পুলিশকে হত্যার পর কয়েকটি বেসামরিক বাড়িতে হামলা চালায় তালেবান, তারা নতুন করে তৈরি করা তল্লাশি চৌকিগুলো ধ্বংস এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়। সায়িদ আবাদ শহরে জঙ্গিদের প্রবেশ রুখতে সরকারি বাহিনী পাল্টা হামলা চালায়। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীগুলোর বহু সদস্যকে হত্যার পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও গাড়ি দখল করে বিদ্রোহীরা সায়িদ আবাদ শহরের কেন্দ্রস্থল ও এর আশপাশের সবগুলো নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্