ভারতের বিহার

উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলে ঢুকে হামলা

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভারতের বিহারের সুপৌল জেলার একটি স্কুলের ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় দুবৃর্ত্তরা। স্কুলে ঢুকে চালানো তাদের হামলায় আহত ৪০ জন ছাত্রীকে হাসপাতালে ভতির্ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আহত ছাত্রীদের ত্রিবেনীগঞ্জের রেফারল হাসপাতালে ভতির্ করা হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, ছাত্রীরা আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে। তবে এখনো তাদের চিকিৎসা চলছে। হামলার শিকার ছাত্রীদের অভিযোগ, স্কুলে যাতায়াতের পথে তাদের উদ্দেশ্য করে নানা অশ্লীল অঙ্গভঙ্গি ও কটূক্তি করতো স্থানীয় একদল বখাটে। শনিবার স্কুলের দেয়ালে অশালীন মন্তব্য লেখার সময় কয়েকজন স্থানীয় যুবককে দেখে প্রতিবাদ করে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় শিক্ষাথীর্রা। এর কিছুক্ষণ পরই লাঠিসেঁাটা নিয়ে ২৪ জনের মতো বখাটে জোর করে স্কুলে ঢুকে প্রায় ৪০ ছাত্রীকে বেদম মারধর করে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বতর্মানে তারা পলাতক। সংবাদসূত্র : কে-২৪ নিউজ, এবিপি