পরমাণু নিরস্ত্রীকরণ

পিয়ংইয়ং সফর শেষে দক্ষিণে পম্পেও

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
উত্তর কোরিয়ায় সফর শেষ করে রোববার দক্ষিণ কোরিয়ায় পেঁৗছেছেন মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পিয়ংইয়ংয়ে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার প্রত্যাশা করেছিলেন পম্পেও। তবে তা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। আলোচনা শেষে রোববার স্থানীয় সময় বিকালে একটি সরকারি বিমানে চড়ে দক্ষিণ কোরিয়ার পেয়ংতায়েক-এ ওসান বিমানঘঁাটিতে পেঁৗছান পম্পেও এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। দক্ষিণ কোরিয়ায় শীষর্ কমর্কতাের্দর সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করার কথা রয়েছে তার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের কাযার্লয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট মুন ও পররাষ্ট্রমন্ত্রী কাং কিয়ুং-হোয়ার সঙ্গে আলোচনা করার কথা রয়েছে পম্পেওর। পম্পেও রোববার তার টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে, জাপানের রাজধানী টোকিওতে একটি বিমানের দরজার মুখের সামনে থেকে হাত নাড়ছেন তিনি। ছবিটির সঙ্গে পম্পেও লিখেছেন, ‘পরবতীর্ থামার স্থান পিয়ংইয়ং। সেখানে চেয়ারম্যান কিমের সঙ্গে দেখা হবে এবং সিঙ্গাপুর সম্মেলনে পোটাস (মাকির্ন প্রেসিডেন্ট) ও তার মধ্যে করা প্রতিশ্রæতি পূরণে আমাদের কাজ করা নিয়ে আলোচনা হবে।’ সংবাদসূত্র : রয়টাসর্