ফিলিস্তিনিদের পাশে মাকির্ন জনগণ

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনি শরণাথীের্দর অথর্ সহায়তা দিতে তহবিল গঠনে এবার রাস্তায় নেমেছে যুক্তরাষ্ট্রের জনগণ। শরণাথীের্দর জন্য তহবিল গঠনে ব্যক্তিগতভাবে অথর্ দিচ্ছেন দেশটির হাজার হাজার মানুষ। সংবাদসূত্র : মিডল-ইস্ট আই অধিকৃত ফিলিস্তিনের বাসিন্দাদের মাসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উদ্দেশে সংস্থাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ‘গাজা ফাইভ কে’ শীষর্ক বাষির্ক পদযাত্রা কমর্সূচির আয়োজন করে। উল্লেখ্য, প্রায় ৫০ লাখ ফিলিস্তিনি শরণাথীর্র খাদ্য, শিক্ষা, চিকিৎসাসেবা দিয়ে থাকে জাতিসংঘের ফিলিস্তিন-বিষয়ক মানবাধিকার সংগঠন ইউএরআরডাবিøউএ। যুক্তরাষ্ট্র এককভাবে সবোর্চ্চ সংখ্যক অথর্ এই সংস্থাকে প্রদান করতো। বছরে যার পরিমাণ ছিল গড়ে ২০০ মিলিয়ন ডলার। কিন্তু সম্প্রতি সংস্থাটির কাযর্ক্রম ‘ত্রæটিপূণর্’ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অথর্ সাহায্য বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের হঠাৎ মোটা অঙ্কের অথর্ প্রদান বন্ধ করায় ঘাটতি পূরণে অন্য দেশগুলো এগিয়ে আসার পরও হিমশিম খেতে হচ্ছে সংস্থাটিকে। অবশেষে রাস্তায় নেমে এসেছে স্বয়ং মাকির্ন জনগণ। ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও চলতি বছরের শেষ নাগাদ পঁাচ মিলিয়ন ডলার জনগণের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের দানের অথর্ থেকে সংগ্রহ হবে বলে আশা করছে ইউএরআরডাবিøউএ। কিন্তু এটা ফিলিস্তিনিদের পাশে দঁাড়ানোর একটা নজির।