ভ‚মিকম্পে বিধ্বস্ত এলাকাকেই গণকবর করার পরিকল্পনা

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভ‚মিকম্প ও সুনামির পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট অঙ্গীকার করেছিলেন, হতাহতদের সবাইকে খুঁজে বের করা হবে। তবে এটি আদতে সম্ভব হবে কিনা, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উদ্ধার তৎপরতায় জড়িত সংস্থাগুলো মনে করছে, যে অবস্থার মধ্যে তাদের কাজ করতে হচ্ছে, এতে এটি বেশ সময়সাপেক্ষ ব্যাপার। এমন বাস্তবতায় ইন্দোনেশীয় কতৃর্পক্ষ ভ‚মিকম্প বিধ্বস্ত এলাকাকেই গণকবরে রূপান্তর করার কথা ভাবছে। সংবাদসূত্র : ইনডিপেনডেন্ট, রয়টাসর্ ইন্দোনেশিয়ায় ভ‚মিকম্প ও সুনামির পর এ পযর্ন্ত ১৬৪৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সরকার। দেশটির নিরাপত্তামন্ত্রী উইরান্টো বলেছেন, নিখেঁাজদের খেঁাজে চলমান অভিযান থামিয়ে দেয়ার ব্যাপারে স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। আশঙ্কা করা হচ্ছে, শত শত মানুষ মাটির নিচে চাপা পড়েছে। ভ‚মিকম্প বিধ্বস্ত পালুতে যে পরিমাণ মরদেহের স্তূপ তৈরি হচ্ছে, এর সৎকার নিয়েই হিমশিম খাচ্ছেন সরকারি কমর্কতার্রা। এর আগে দেশটির দুযোর্গ ব্যবস্থাপনা কতৃর্পক্ষের মুখপাত্র জানিয়েছিলেন, আপাতত মরদেহগুলোকে গণকবরে মাটিচাপা দেয়া হবে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রæততার সঙ্গে সেখানকার একটি কবরস্থানে একদিনেই ৩০০টি মরদেহ মাটিচাপা দেয়া হয়। অবস্থা বিবেচনায় এখন ক্ষতিগ্রস্ত এলাকাকেই গণকবর করার ভাবনা-চিন্তা চলছে।