হাইতিতে ভ‚মিকম্পে ১১ জন নিহত

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্যারিবীয় দেশ হাইতিতে ভ‚মিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার রাতে অনুভ‚ত পঁাচ দশমিক ৯ মাত্রার ভ‚মিকম্পটিতে আরও শতাধিক লোক আহত হয়েছেন। সংবাদসূত্র : রয়টাসর্ যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভ‚মিকম্পনটির উপকেন্দ্র পোটর্-দে-পে শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং এর উৎপত্তি ভ‚পৃষ্ঠের ১১ দশমিক সাত কিলোমিটার গভীরে। পুলিশ জানায়, শহরের অন্তত সাত জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন। পোটর্-দে-পের দক্ষিণে গ্রো মোনর্ শহরে ও এর আশপাশে আরও চার জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ধসে পড়া ভবনের আঘাতে নিহত একটি বালকও রয়েছে। এই ভ‚মিকম্পের কারণে উত্তরাঞ্চলীয় শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এমন প্রতিবেদনের পর এক টুইটে লোকজনের প্রতি শান্ত থাকার আহŸান জানিয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়েজ। ২০১০ সালে পোটর্-অ-প্রিন্সের কাছে উৎপত্তি হওয়া সাত মাত্রার ভ‚মিকম্পের পর এটিই হাইতিতে হওয়া সবচেয়ে শক্তিশালী ভ‚মিকম্প। প্রায় আট বছর আগের ওই ভ‚মিকম্পে কয়েক হাজার লোক নিহত হয়েছিল।