সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
অনুসন্ধানী সাংবাদিককে ধষের্ণর পর হত্যা যাযাদি ডেস্ক বুলগেরিয়ায় একটি টেলিভিশন চ্যানেলের এক অনুসন্ধানী নারী সাংবাদিককে ধষের্ণর পর হত্যা করা হয়েছে। রোববার দেশটির কমর্কতার্রা জানান, ৩০ বছর বয়সী ভিক্টোরিয়া ম্যারিনোভা নামের ওই সাংবাদিকের লাশ শনিবার দেশের উত্তরের রিউজ শহরের একটি পাকর্ থেকে উদ্ধার করা হয়। রিউজের আঞ্চলিক কেঁৗসুলি জজর্ জজিের্য়ভ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ম্যারিনোভার মোবাইল ফোন, গাড়ির চাবি, চশমা ও তার আংশিক পোশাক নিখেঁাজ রয়েছে।’ জজিের্য়ভ বলেন, ‘মাথায় আঘাতের পর দম বন্ধ করে তাকে হত্যা করা হয়েছে।’ ম্যারিনোভাকে হত্যার ঘটনায় তার ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনের সঙ্গে সম্পকির্ত বিষয়াদি নিয়ে তদন্ত করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ¤øাদেন ম্যারিনভ সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন, ভিক্টোরিয়া ম্যারিনোভাকে ধষর্ণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বয়কো বরিসভ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘তদন্তে এরই মধ্যে বেশ অগ্রগতি হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য কিছু উপাদান সংগ্রহ করা হয়েছে। ঘাতককে খুঁজে বের করা এখন শুধু সময়ের ব্যাপার।’ সংবাদসূত্র : আল-জাজিরা প্রতারণা :আদালতে নেতানিয়াহুর স্ত্রী যাযাদি ডেস্ক প্রতারণার অভিযোগে একটি মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছে। সারা ও অন্য একজন সরকারি কমীর্র বিরুদ্ধে দিনের পর দিন রেস্তোরঁা থেকে খাবার অডার্র করে প্রতারণার মাধ্যমে সরকারি তহবিল থেকে এক লাখ মাকির্ন ডলার বেশি অথর্ হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে। ইসরাইলের আইন অনুযায়ী, সরকারিভাবে বাড়িতে রান্নার লোক নিয়োগ দেয়া হলে রেস্তোরঁা থেকে খাবার আনানো নিষেধ। সারা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে তার সবোর্চ্চ পঁাচ বছরের কারাদÐ হতে পারে। রোববার সারাকে যখন আদালতে আনা হয় তখন চিন্তিত দেখাচ্ছিল তাকে। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। এদিন জনাকীণর্ আদালতকক্ষে নিজের আইনজীবীদের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন সারা। এদিকে স্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগকে ‘হাস্যকর’ এবং ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দুনীির্তর অভিযোগে যার বিরুদ্ধেও তদন্ত চলছে। সংবাদসূত্র : রয়টাসর্ লোকসভায় লড়বেন না শারদ পাওয়ার যাযাদি ডেস্ক ভারতীয় পালাের্মন্টের নিম্নকক্ষ লোকসভা ভোটে এবারও প্রাথীর্ হতে চান না ‘ন্যাশনালিস্ট কংগেস পাটির্’র (এনসিপি) প্রধান শারদ পাওয়ার। ২০১৯ সালের নিবার্চনে প্রাথীর্ নিয়ে দুদিনের আলোচনার পর সোমবার এনসিপি নেতা অজিত পাওয়ার জানান, ২০১৯-এর লোকসভা নিবার্চনেও লড়বেন না এনসিপি সুপ্রিমো। গত লোকসভা ভোটেও লড়তে চাননি শারদ পাওয়ার। সেবার রাজ্যসভায় প্রাথীর্ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। অজিত পাওয়ার জানিয়েছেন, ‘শারদ পাওয়ারই আমাদের সুপ্রিমো থাকবেন। তার এখন ৭৮ বছর বয়স এবং তিনি মনে করেন তিনি লোকসভা ভোটে লড়বেন না। তাই আগামী লোকসভা নিবার্চনে তার নাম প্রাথীর্ হিসেবে ঘোষণা করা হবে না।’ ২০১৪ সালে কংগ্রেস ও এনসিপি জোটবদ্ধ হয়। ২০১৯ সালের লোকসভা নিবার্চনকে মাথায় রেখে কংগ্রেস ও এনসিপি নিজেদের মতো করে আলাদাভাবে নিবার্চনের প্রস্তুতি নিচ্ছে। সংবাদসূত্র : ইডিয়ান এক্সপ্রেস