পিয়ংইয়ং পরমাণু স্থাপনা দেখার অনুমতি দেবে : পম্পেও

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বন্ধ করা পরমাণু স্থাপনা দেখানোর জন্য আন্তজাির্তক পরিদশর্কদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এমন কথা বলেছেন মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেইসঙ্গে জানিয়েছেন, যত দ্রæত সম্ভব মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। সংবাদসূত্র : রয়টাসর্, পাসর্ টুডে গত ১২ জুন সিঙ্গাপুরে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে বৈঠকের পর পরমাণু স্থাপনা পরিদশের্নর সুযোগ দেয়ার দাবি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এমন পরিদশের্নর মাধ্যমে মাকির্ন সরকার নিশ্চিত হতে চায়, পিয়ংইয়ং তার পরমাণু স্থাপনা বন্ধ করেছে। সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পম্পেও বলেন, কিম জং-উনের সঙ্গে রোববার বৈঠকের সময় পরমাণু ইস্যুর দীঘর্ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূণর্ অগ্রগতি অজির্ত হয়েছে। উত্তর কোরিয়ায় ছয়টি পরমাণু স্থাপনা রয়েছে এবং সবগুলোর জন্য প্রয়োজনীয় পরীক্ষা চীন সীমান্তের পাহাড়ি এলাকায় অবস্থিত পুঙ্গে-রি পরমাণু স্থাপনায় করা হয়েছে। উত্তর কোরিয়ার দাবি অনুসারে, গত মে মাসে ওই পরমাণু স্থাপনা বন্ধের কাজ শুরু হয়। তবে আজ পযর্ন্ত আন্তজাির্তক কোনো পযের্বক্ষককে সেখানে যেতে দেয়া হয়নি। এখন পম্পেও বলছেন, রোববার তার সঙ্গে বৈঠকে উন আন্তজাির্তক পযের্বক্ষকদের যাওয়ার অনুমতি দিয়েছেন। উল্লেখ্য, জাপান থেকে উড়ে গিয়ে রোবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন কিম ও পম্পেও। এরপর বিকালে সিউলের উদ্দেশে যাত্রা করেন মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী।