ব্রাজিলে প্রেসিডেন্ট নিবার্চন

জয়ী কট্টর ডানপন্থি প্রাথীর্, তবে ভোট গড়াল দ্বিতীয় পবের্

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জাইর বোলসোনারো ফেনাের্ন্দা হাদাজ
ব্রাজিলের প্রেসিডেন্ট নিবার্চনের প্রথম পবের্ কট্টর ডানপন্থি প্রাথীর্ জাইর বোলসোনারো জয়ী হয়েছেন। রোববার অনুষ্ঠিত নিবার্চনের প্রথম পবের্র ভোটে বলসোনারো ৪৬ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বামপন্থি প্রাথীর্ ফেনাের্ন্দা হাদাজ ২৯ শতাংশ ভোট পেয়েছেন। প্রথম পবের্র ভোটে কোনো প্রাথীর্ ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেলে সরাসরি প্রেসিডেন্ট নিবাির্চত হতেন। কিন্তু তা না হওয়ায় আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় পবের্র ভোটে এই দুই প্রাথীর্র মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন ব্রাজিলের ভোটাররা। এগিয়ে থাকা দুই প্রাথীর্র মধ্যে দ্বিতীয় পবের্ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে নিবার্চন-পূবর্ জরিপগুলোতেও আভাস পাওয়া গেছে। সংবাদসূত্র : বিবিসি ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় বোলসোনারো বলেন, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে ‘সমস্যা’ না হলে প্রথম পবের্ই সরাসরি বিজয়ী হতেন এ বিষয়ে নিশ্চিত ছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি নিশ্চিত এটা যদি না হতো, তবে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নাম আজ রাতেই জেনে যেতাম আমরা।’ তবে কী ‘সমস্যা’ হয়েছিল বলে তিনি মনে করছেন, সেটি সুনিদির্ষ্টভাবে উল্লেখ করেননি তিনি। ব্রাজিলের নিবার্চনী কতৃর্পক্ষ বলেছে, বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই শান্তিপূণর্ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফল ঘোষণার সময়ই রাজধানী রিও ডে জেনিরোর বাইরে বাররা দ্য টিজুকার সাগরপাড়ে বলসোনারোর বাড়ির বাইরে জমায়েত হতে থাকেন তার সমথর্করা। অনেকেই ব্রাজিলের পতাকা উড়িয়ে তার ও সেনাবাহিনীর সমথের্ন ¯েøাগান দিতে থাকেন। আবার অনেকেই প্রতিদ্ব›দ্বী দলের নেতা লুলার ছবি অঁাকা বেলুনে আগুন ধরিয়ে দেয়। দুনীির্তর দায়ে কারাদÐ ভোগ করছেন সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। নিবার্চনী প্রতিশ্রæতিতে ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধগুলো রক্ষার প্রতিশ্রæতি দিয়ে বহু ‘ইভানজেলিক্যাল’ খ্রিস্টানের মন জয় করে নিয়েছিলেন কট্টরপন্থি প্রাথীর্ বোলসোনারো। পাশাপাশি আইন ও এর প্রয়োগের বিষয়ে তার অবস্থানের কারণে বহু ভোটারের মনে এ ধারণা তৈরি হয়েছে যে, তিনি ব্রাজিলকে নিরাপদ করে তুলতে পারবেন, ফলে তাদের সমথর্নও পেয়েছেন তিনি। নিবার্চনী প্রচারণায় বন্দুকের মালিকানার আইন শিথিল করা ও মৃত্যুদÐ ফিরিয়ে আনার পক্ষে কথা বলেছেন তিনি। সমকামিতা, নারী ও সংখ্যালঘু ইস্যুতে বলসোনারোর বক্তব্য ঘিরে ব্রাজিলের অনেকে নাখোশ হলেও রাজনৈতিক বিচক্ষণতা ও অপরাধের বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই সমথর্ন করেন তাকে। সাবেক এই সেনা কমর্কতাের্ক প্রায়ই মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিপাইনের প্রেসিডেন্ট ‘দুতাতের্ রদ্রিগেজের মিশেল’ বলে বণর্না করা হয়। অপরদিকে, বোলসোনারোর পদ্ধতি ও ‘বাগাড়ম্বরের’ বিরোধিতাকারীদের কাছে নিজেকে একজন বিশ্বাসী প্রাথীর্ হিসেবে তুলে ধরেছেন হাদাজ। প্রথম পবের্র ফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তার দল ওয়াকার্সর্ পাটির্ ‘শুধু বিতকর্ ব্যবহার করবে, কোনো বন্দুক নয়’।