হংকং : গণতন্ত্রপন্থি জশুয়ার ১০ মাসের কারাদন্ড

প্রকাশ | ০৭ মে ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মী জশুয়া ওংকে অননুমোদিত এক আলোক প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেওয়ার দায়ে ১০ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সংবাদসূত্র :বিবিসি ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে দমনাভিযানে হতাহতদের স্মরণে ওই আলোক প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ১৯৯০ সাল থেকে হংকংয়ে প্রতিবছর এ কর্মসূচি পালন করা হয়। কিন্তু গত বছর করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পুলিশ প্রথমবারের মতো শহরটিতে এই কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করে। তা অমান্য করেই গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মীসহ হাজার হাজার মানুষ আলো জ্বালিয়ে হতাহতদের স্মরণ করেছিল। জশুয়াসহ গণতন্ত্রপন্থি যে আন্দোলনকর্মীরা এতে অংশ নেন, পরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে পুলিশ। চীনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে অননুমোদিত একটি সমাবেশ আয়োজনে জড়িত থাকা এবং তাতে অংশ নেওয়ার পৃথক অভিযোগে দোষী সাব্যস্ত জশুয়া এখন কারাগারেই আছেন। এর আগে আরও দুটি পৃথক অভিযোগে তাকে যথাক্রমে সাড়ে ১৩ মাস এবং চার মাসের কারাদন্ড দেওয়া হয়েছিল।