আস্থাভোটে হেরে গেলেন, নেপালে ওলি সরকারের পতন

প্রকাশ | ১১ মে ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
শেষ পর্যন্ত আস্থাভোটে হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার তার সরকারের পক্ষে ভোট পড়েছে ৯৩টি, আর বিপক্ষে ভোট পড়েছে ১২৪টি। মোট ১৫ জন এমপি ভোটদানে বিরত থাকেন। সংবাদসূত্র : এবিপি নিউজ ২৭১ আসনের নেপালি পার্লামেন্টে সোমবার ২৩২ জন সদস্য উপস্থিত ছিলেন। পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ওলি সরকারের প্রয়োজন ছিল ১৩৬ সদস্যের সমর্থন। যারা অনুপস্থিত ছিলেন তাদের মধ্যে রয়েছেন শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির ২৮ জন।। ২০১৫ সালের সেপ্টেম্বরে নতুন সংবিধানের অধীনে নির্বাচিত হওয়া সরকারের এটাই প্রথম আস্থাভোট ছিল। আস্থাভোটে পরাজয়ের ফলে পতন হলো ৩৮ মাসের ওলি সরকারের। ক্ষমতাসীন দলের বিক্ষুব্ধ সদস্যরা দলীয় হুইপ অস্বীকার ও ভোটদানে বিরত ছিলেন। এর ফলে তাদের এমপি পদ চলে যেতে পারে। ওলি এবার প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। আস্থাভোট নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন ওলি। তিনি বলেছিলেন, 'যে সরকার অক্লান্ত পরিশ্রম করে উন্নয়নে ও দেশ গঠনের জন্য কাজ করেছে, তাকে সংকীর্ণ ও পক্ষপাতদুষ্ট স্বার্থে টার্গেট করা হচ্ছে।'