আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

প্রকাশ | ১১ মে ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। ১৩ সদস্যের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সোমবার তিনি রাজ্যপাল জগদীশ মুখির কাছে শপথ নেন। অনুষ্ঠানে বিজেপি সভাপতি জেপি নাড্ডাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বিজেপি নেতা সর্বানন্দ সানোয়ালকে সরিয়ে আসামের ১৫তম মুখ্যমন্ত্রী হলেন একসময়ের কংগ্রেস ও বিজেপি নেতা হিমন্ত। তাকে অভিনন্দন জানিয়ে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আসামের উন্নয়ন যাত্রায় গতি যোগাবে তার টিম।' বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে এর আগে একাধিকবার শিরোনাম হয়েছিলেন হিমন্ত। আসামের তথাকথিত অবৈধ অভিবাসীদের (মুসলমান) বাংলাদেশে পাঠানোর জন্য যে নামের তালিকা করা হয়, সেটির নেতৃত্বে ছিলেন হিমন্ত। ২০২১ সালের ফেব্রম্নয়ারিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, 'বাংলাদেশ থেকে সেখানে যাওয়া অভিবাসী মুসলমান জনগোষ্ঠীর একটি অংশ সাম্প্রদায়িক। সংবাদসূত্র : এনডিটিভি