ভারতে করোনার দ্বিতীয় ঢেউ

শনাক্ত কমলেও বেড়েছে মৃতু্য

ম অক্সিজেন সংকটে আবারও ১১ করোনা রোগীর মৃতু্য ম ভারতীয় ধরন বিশ্বের উদ্বেগ :ডবিস্নউএইচও

প্রকাশ | ১২ মে ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
দিলিস্নর একটি হাসপাতালে চলছে করোনার চিকিৎসা
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আগের দিনগুলোর তুলনায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে। কিন্তু এদিন একদিন আগের তুলনায় মৃতু্য আবারও বেড়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ২৯ হাজার ৯৪২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, আর মারা গেছে তিন হাজার ৮৭৬ জন। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ এর আগে টানা চারদিন ধরে দেশটিতে দৈনিক চার লাখের বেশি রোগী শনাক্ত হওয়ার পর সোমবার সংখ্যাটি কমে তিন লাখ ৬৬ হাজারে নেমেছিল, এবার সংখ্যাটি আরও কমল। দেশটিতে টানা দুই দিন ধরে চার হাজারের বেশি রোগীর মৃতু্যর পর সোমবার সংখ্যাটি নেমে তিন হাজার ৭৫৪ জন হয়েছিল, কিন্তু একদিন পরই তা আবার বৃদ্ধি পেল। নতুন রোগীদের নিয়ে ভারতে শনাক্ত মোট আক্রান্ত দুই কোটি ৯২ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে। মোট মৃতু্যতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা ভারতে ?মৃতু্য দুই লাখ ৪৯ হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে। এতে ধারণা পাওয়া যাচ্ছে, আর একদিনের মধ্যেই দেশটিতে মোট মৃতু্য আড়াই লাখ ছাড়িয়ে যাবে। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে আক্রান্ত ও মৃতু্যর প্রকৃত সংখ্যা সরকারি এসব হিসাবের চেয়ে আরও অনেক বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের। অনেক ঘটনাই সরকারের হিসাবে আসছে না বলে মনে করেন তারা। এদিকে, করোনা নিরাময়ে গোবর উপকারী- এমন বিশ্বাসে এটি ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছেন ভারতীয় চিকিৎসকরা। তারা বলছেন, এর কার্যকারিতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বরং এতে অন্য রোগ ছড়ানোর ঝুঁকি রয়েছে। আবারও অক্সিজেন সংকটে ১১ রোগীর মৃতু্য এদিকে, ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপাতিতে একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে আইসিইউতে থাকা অন্তত ১১ জন করোনা রোগীর মৃতু্য হয়েছে। সোমবার সন্ধ্যায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে মৃতু্যর এ ঘটনা ঘটে। যে জেলায় ওই হাসপাতাল সেখানকার কর্তৃপক্ষ 'মাত্র ৪-৫ মিনিট অক্সিজেন ছিল না' বলে দাবি করলেও মৃত রোগীদের স্বজনরা দাবি করেছেন, 'হাসপাতালে অন্তত ২৫ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল'। এর একদিন আগেই হায়দরাবাদের তেলেঙ্গানায় একটি সরকারি হাসপাতালে দুই ঘণ্টা অক্সিজেন ছিল না। সে ঘটনায় অন্তত তিনজন রোগী প্রাণ হারান। ভারতীয় ধরন 'বিশ্বের উদ্বেগ' : ডবিস্নউএইচও অন্যদিকে, নতুন করোনাভাইরাসের দ্রম্নত ছড়িয়ে পড়া ভারতীয় ধরনটিকে (স্ট্রেইন) 'বিশ্বের উদ্বেগ' হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও)। সোমবার সংস্থাটির এক সংবাদ সম্মেলনে ভারতীয় ধরনটির বিষয়ে সতর্কতা আসে।