সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ মে ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ১১ ম যাযাদি ডেস্ক রাশিয়ায় একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাজান শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। স্কুলটিতে কমপক্ষে ছয়-সাতজনকে এক বন্দুকধারী জিম্মি করে রেখেছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্কুলের চারতলা ভবনের তিনতলায় দুই শিশু মাথা নিচু করে বসে রয়েছে। এ সময় সেখানে গুলির শব্দ শোনা যাচ্ছিল। কিছু রুশ গণমাধ্যম দাবি করেছে, দুই কিশোর বন্দুকধারী হামলাটি চালিয়েছে। কেউ কেউ অবশ্য একজন হামলাকারী থাকার কথা বলছে। ১৯ বছর বয়সি এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। রাশিয়ায় স্কুলে হামলার ঘটনা বেশ বিরল। সবশেষ এ ধরনের বড় ঘটনা ঘটেছিল ২০১৮ সালে। সে সময় রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার একটি কলেজে এক শিক্ষার্থী হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে। সংবাদসূত্র : রয়টার্স সাত দশকে সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধি চীনে ম যাযাদি ডেস্ক শিশু জন্ম কমে যাওয়ায় সাত দশক পর চীনে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্নে নেমে এসেছে গত দশকে। মঙ্গলবার দেশটির সরকারের প্রকাশিত আদমশুমারিতে ১৯৫০-এর দশকের পর সবচেয়ে কম জনসংখ্যার প্রবৃদ্ধির এই তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে, গত ১০ বছরে চীনে বার্ষিক জনসংখ্যা প্রবৃদ্ধির হার গড়ে শূন্য দশমিক ৫৩ শতাংশ ছিল; যা ২০০০ এবং ২০১০-এর দশকের শূন্য দশমিক ৫৭ শতাংশের তুলনায় কম। চীনে প্রতি দশকে একবার এই আদমশুমারি পরিচালিত হয়; যা মূলত গত এপ্রিলে প্রকাশিত হওয়ার কথা ছিল। চীনাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে গত বছরের শেষ পর্যন্ত জনগণনার তথ্য সংগ্রহ করেছেন দেশটির প্রায় ৭০ লাখ কর্মী। আদমশুমারির তথ্য অনুযায়ী, ১৯৭০-এর দশকে 'এক সন্তান নীতি' চালু করার পর শিশু জন্মের হার কমতে শুরু করে চীনে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স