ভারতে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের ছত্তিশগড়ে একটি ইস্পাত কারখানায় গ্যাস পাইপলাইনের বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজধানী রাইপুর ৩০ কিলোমিটার দূরে ভিলাই ইস্পাত কারখানায় দুঘর্টনাটি ঘটে। কারখানার ‘কোক ওভেন’ সেকশনের কাছে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, অন্তত ছয়জন আগুনে দগ্ধ হয়ে তাৎক্ষণিক মারা গেছেন। বাকিরা হাসপাতালে। আহত অধিকাংশের অবস্থাই গুরুতর। ভিলাই ইস্পাত কারখানাটি পরিচালনা করে রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘স্টিল অথরিটি অব ইনডিয়া লিমিটেড’ (সেইল)। ভারতের সবচেয়ে বড় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান এই সেইল। সংবাদসূত্র : এনডিটিভি