কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠক মধ্যবতীর্ ভোটের পর : ট্রাম্প

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আগামী ৬ নভেম্বরে মাকির্ন কংগ্রেস মধ্যবতীর্ নিবার্চনের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আইওয়ায় রাজনৈতিক সমাবেশে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘মধ্যবতীর্ নিবার্চনের পর বৈঠক হবে। এখন আমি যেতে পারছি না।’ সংবাদসূত্র : রয়টাসর্ এর আগে, ট্রাম্প সাংবাদিকদের কিমের সঙ্গে ফের বৈঠক করার পরিকল্পনা চলছে এবং উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনাতেও ‘অভাবনীয়’ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছিলেন। ট্রাম্প বলেন, ‘আমি সাক্ষাৎ করতে রাজি হয়েছি। চেয়ারম্যান কিমের সঙ্গে আমার খুব ভালো সম্পকর্ আছে। আমি তাকে ভালোবাসি। তিনিও আমাকে ভালোবাসেন।’ মাকির্ন প্রেসিডেন্ট জানান, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চলতি সপ্তাহে পিয়ংইয়ং সফরকালে কিমের সঙ্গে ভালোভাবেই আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের প্রথম বৈঠকটি হয়েছিল গত ১২ জুনে সিঙ্গাপুরে। ওই বৈঠকে কিম কোরিয়া উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রতিশ্রæতি দিয়েছিলেন।