সাংবাদিক মারিনোভা হত্যায় আটক

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভা
বুলগেরিয়ার অনুসন্ধানী সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভাকে ধষর্ণ ও হত্যার ঘটনায় জামাির্নতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম সেভেরিন ক্র্যাসিমিরভ। কতৃর্পক্ষ জানিয়েছে, ধষর্ণ ও হত্যার অভিযোগে ২১ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। শীষর্ রাজনীতিক ও ব্যবসায়ীদের দুনীির্তর অভিযোগ নিয়ে টেলিভিশনে টক শো প্রচারের কয়েক দিনের মধ্যেই গত ৬ অক্টোবর সন্ধান মেলে সঞ্চালক ভিক্টোরিয়া মারিনোভার লাশ। ওই অনুসন্ধানী সাংবাদিককে ধষের্ণর পর খুন করা হয়েছে বলে জানান বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, ওই টক শো’তে অংশ নেয়ার পরপরই দুই অতিথি সাংবাদিককে আটক করা হয়। ইউরোপীয় দেশটির উত্তরাঞ্চলীয় শহর রুসের একটি পাকর্ থেকে ৩০ বছর বয়সী ভিক্টোরিয়ার মরদেহ উদ্ধারের পর শুরু হয় তদন্ত। এক বছরের মধ্যে বুলগেরিয়ায় খুন হওয়া তৃতীয় সাংবাদিক মারিনোভা। ফলে সেখানে স্বাধীন সাংবাদিকতা প্রশ্নের মুখে পড়েছে। সংবাদসূত্র : বিবিসি