রাফায়েল নিয়ে আবারও তোপ রাহুল গান্ধীর

আম্বানিকে ৩০ হাজার কোটি রুপি দান করেছেন মোদি

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
রাফায়েল যুদ্ধবিমান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আবারও তোপ দেগেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন, রাফায়েল চুক্তির পর অনিল আম্বানি ৩০ হাজার কোটি রুপি পকেটস্থ করেছেন। আর সেই অথর্ পকেটস্থ করতে সাহায্য করেছেন মোদি। পাশাপাশি এই ইস্যুতে মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া, কে-২৪ নিউজ, ওয়ান ইনডিয়া ফ্রান্সের যুদ্ধবিমান রাফায়েল নিয়ে নতুন করে রাহুলের আক্রমণের কারণ একটি ফরাসি ওয়েবসাইটে অনিল আম্বানির রিলায়েন্স সংস্থার সঙ্গে কাজ করা একটি কোম্পানি ‘দা সল্ট অ্যাভিয়েশনের’ নেতিবাচক প্রতিক্রিয়া। ওই কোম্পানির একটি সূত্রকে উদ্ধৃত করে ওয়েবসাইটে বলা হয়েছে, অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স কোম্পানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মোটেই ভালো নয় তাদের। কোম্পানিকে বাধ্য করা হয়েছিল অনিলের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে। রাফায়েল যুদ্ধবিমানের যন্ত্রাংশ তৈরির জন্য রিলায়েন্স ডিফেন্সের সঙ্গে কাজ করে তারা। এদিন রাহুল আবারও দাবি করেন, ‘ফরাসি প্রেসিডেন্ট স্বীকার করেছেন, ভারতের প্রধানমন্ত্রী রিলায়েন্সের সঙ্গে এই চুক্তি করার কথা জানিয়েছিলেন। আরও অনেকেই এখন সেই দাবি করছে। এটা সোজাসাপটা দুনীির্তর মামলা।’ এরপরই তার সংযোজন, রাফায়েল চুক্তিতে অসংগতি প্রচুর। সেগুলোকে ঢাকতে এত তাড়াহুড়া করে প্রতিরক্ষামন্ত্রী নিমর্লা সীতারমনের ফ্রান্স সফর। মিডিয়ার ওপরও চাপ রয়েছে রাফায়েল নিয়ে খবর প্রকাশ না করতে। রাহুল বলেন, ‘মোদিজি দেশের চৌকিদার হওয়ার দাবি করে ক্ষমতায় গিয়েছিলেন। তবে তিনি আম্বানির চৌকিদারি করেছেন।’