নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না সিউল

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
২০১০ সালে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার পরিপ্রেক্ষিতে ?উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিবেচনা কখনোই সিউল করেনি। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী চো মিয়ং-জিয়ন এ কথা বলেন। সংবাদসূত্র : বিবিসি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিউয়াং-ওহা বুধবার বলেছিলেন, ২০১০ সালে জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা এটা করতে পারে না। আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করতে পারে না।’ ২০১০ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিবাদপূণর্ সমুদ্রসীমায় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর টহলদারি জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর ৪৬ জন নাবিক প্রাণ হারায়। সিউলের দাবি, পিয়ংইয়ংয়ের ডুবোজাহাজ থেকে ছোড়া টপেের্ডার আঘাতেই ওই জাহাজটি ডুবে গিয়েছিল। তবে উত্তর কোরিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ওই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয়।