নিবার্চনে পরাজয় চ্যালেঞ্জ করেছেন ইয়ামিন

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন
গত মাসে অনুষ্ঠিত নিবার্চনে নিজের পরাজয় নিয়ে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন। তিনি বলেছেন, তার সমথর্কদের কাছ থেকে অনেক অভিযোগ পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইয়ামিনের আইনজীবী জানান, বুধবার মালদ্বীপের সুপ্রিম কোটের্ একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এক টুইটার পোস্টে তিনি বলেন, বিচার বিভাগ জানিয়েছে, শীষর্ আদালত অভিযোগটি শুনতে রাজি হয়েছে। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেননি ইয়ামিন। তিনি জানিয়েছেন, ১৭ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার আগ পযর্ন্ত তিনি ক্ষমতায় থাকবেন। প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর মালদ্বীপে নিবার্চন অনুষ্ঠিত হয়। নিবার্চনে বিরোধীদলীয় জোটের একক প্রাথীর্ ইব্রাহিম মোহাম্মদ সলিহর কাছে ১৬ শতাংশ ব্যবধানে পরাজিত হন তিনি। যুক্তরাষ্ট্র, ইইউ, চীন, ভারতসহ বিশ্বজুড়ে বহু দেশ নিবার্চনের ফল গ্রহণ করে নিয়েছে। ইয়ামিন নিজেও নিবার্চনের একদিন পর নিজের পরাজয় স্বীকার করে নেন। তবে কয়েকদিন পর থেকেই নিবার্চনে অনিয়মের অভিযোগ তোলেন। সংবাদসূত্র : আল-জাজিরা