সত্য জোরে ও স্পষ্ট করে বলা উচিত :মি-টু বিতকের্ রাহুল

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতজুড়ে জোরালো হচ্ছে ‘হ্যাশট্যাগ মি-টু’ বিতকর্। বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাতদের বিরুদ্ধে একের পর এক উঠে আসছে যৌন নিযার্তন, শ্লীলতাহানি, ধষের্ণর অভিযোগ। রাজনীতির মাঠে এই তালিকায় এখন পযর্ন্ত সবচেয়ে বড় নাম সাবেক সাংবাদিক তথা পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। তার পদত্যাগে দাবি জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে মি-টু বিতকের্ এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাফায়েল যুদ্ধবিমান নিয়ে সংবাদ সম্মেলন করেন রাহুল। সেই সময় তাকে মি-টু নিয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, এটা খুবই গুরুত্বপূণর্ ইস্যু। পরে এ নিয়ে তিনি আলাদা সংবাদ সম্মেলন করবেন তিনি। এরপর শুক্রবার টুইট করে এই আন্দোলনকে সমথর্ন দিয়েছেন রাহুল। টুইটারে কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘নারীদের যে মযার্দা ও সম্মান দেয়া উচিত, এই আন্দোলন থেকে সেই শিক্ষাই নিচ্ছে সবাই। এটা ভেবে আমি আনন্দিত যে, এতদিন যারা মেয়েদের সম্মান ও মযার্দাহানি করেছিলেন, এখন তারা কোণঠাসা হচ্ছেন। পরিবতের্নর জন্য সত্য সব সময়ই জোরে এবং স্পষ্ট ভাবে বলা উচিত।’ ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকবরের পদত্যাগের দাবি যে আরও জোরালো করবে কংগ্রেস, রাহুলের টুইট তারই ইঙ্গিত।